প্রধানমন্ত্রী মোদী স্পিকার নির্বাচনের পর লোকসভায় বক্তৃতা দিলেন

Desk(udita): লোকসভার স্পিকার নির্বাচনের পর ওম বিড়লাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, তৃতীয়বার সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বক্তৃতা দিলেন মোদী। এনডিএ প্রার্থী ওম বিড়লা লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পরে তাঁকে স্বাগত জানালেন রাহুল গান্ধীও। অখিলেশ যাদব বললেন, আপনার দায়িত্ব অনেক মহান। কিন্তু আশা করব আপনি লোকসভার গরিমা বজায় রাখবেন। ন্যায় বজায় রাখবেন। আপনাকে অভিনন্দন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘আমি লোকসভার সকলের তরফে আপনাকে অভিনন্দন জানাতে চাই। অমৃতকালে আপনি দ্বিতীয়বার এই দায়িত্বভার পেলেন আপনি। আমরা আশা করছি আপনি আপনার অভিজ্ঞতার সাহায্যে আপনি আগামী পাঁচ বছর আমাদের পথ দেখাবেন। তবে আমি বলব, আপনার মুখের ওই মিষ্টি মিষ্টি হাসি গোটা সংসদেরই মন ভাল রাখে।’’ তবে একই সঙ্গে মোদী বলেন,‘‘ স্পিকার পদ সংসদীয় গণতন্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ পদ। সাংসদদের আচরণ এবং তাঁদের দায়িত্ববোধকে নিয়ন্ত্রণ করে দেশের মানুষের কাজ করানো, তাঁদের বিশ্বাস বজায় রাখতে হয় স্পিকারকে’’। মোদী বিড়লার প্রশংসা করেই বলেন, ‘‘গত পাঁচ বছরে এ ভাবে লোকসভার কাজ বেড়ে ৯৭ শতাংশে পৌঁছেছিল। যা গত ২৫ বছরে সর্বোচ্চ। নবনির্বাচিত স্পিকার বিড়লার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি নিশ্চিত সপ্তদশ লোকসভার কাজে দেশ সন্তুষ্ট হয়েছিল। অষ্টাদশ লোকসভাও আপনার সভাপতিত্বে নতুন মাইলফলক ছোঁবে’’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *