সুবীরেশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ অধ্যক্ষদের একাংশের !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় , ১৯ সেপ্টেম্বর সিবিআই -এর হাতে গ্রেফতার হন সুবীরেশ ভট্টাচার্য । গ্রেফতারির পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং হিলস ইউনিভার্সিটির উপাচার্যর পদ থেকে সুবীরেশ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয় । কিন্তু তিনি জেলবন্দি অবস্থায় এখনও নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পদে রয়েছেন । যদিও ৬ বছর ধরে ওই একই পদেই রয়েছেন , একদা শ্যামাপ্রসাদ কলেজ থেকে লিয়েন নেওয়া অধ্যক্ষ সুবীরেশ। তিনি জেলে বসে সংগঠন পরিচালনা করছেন। জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ অধ্যক্ষদের একাংশের । এখন প্রশ্ন উঠছে , কোন জাদুবলে সুবীরেশ এখনও অধ্যক্ষ পরিষদের সভাপতি ? সম্মানের খাতিরে পদত্যাগ করুন সুবীরেশ । সাংবাদিক বৈঠক করে দাবি কলেজ অধ্যক্ষদের একাংশের।

সূত্রের খবর, মঙ্গলবার আচার্য জগদীশ চন্দ্র কলেজে মিলিত হয়েছিলেন, বিদ্যাসাগার কলেজ, চিত্তরঞ্জন কলেজ, স্যর গুরুদাস মহাবিদ্যালয়, সুরেন্দ্রনাথ কলেজের সান্ধ্য বিভাগ, মির্জাপুর সিটি কলেজ,হাবড়ার শ্রীচৈতন্য কলেজের অধ্যক্ষরা । তাঁরা সেখানেই, সুবীরেশ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ তোলেন । তবে আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি জানান , “আমরা কখনই চাই না, একজন জেলবন্দি, জেলে থেকে এতবড় সংগঠন পরিচালনা করুন। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে জেলবন্দি থেকে নিজের সম্মানের খাতিরে একজন প্রিন্সিপাল, ভিসি… পদত্যাগ করেন, এটাই চাই । কোন যাদুবলে আছেন সেটা জানি না। শিক্ষামন্ত্রীকে জানানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আগের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু এখন সংগঠনের নির্দেশ ছাড়া অনুমতি মেলে না।” স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সভাপতি সম্পর্কে, এইভাবে অধ্যক্ষদের একাংশ চাঞ্চল্যকর অভিযোগ তুললেন । তাঁরা সুবীরেশ ভট্টাচার্যের সভাপতি পদ থেকে পদত্যাগেরও দাবি তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *