শুভেন্দুর দাবি বামেদের দৌলতেই তৃণমূল জয়ী!

24hrstv desk: বিরোধী দলনেতার দাবি, এ বারের লোকসভা নির্বাচনে কমপক্ষে ১২টি আসনে বামপ্রার্থীরা ভোট কেটে শাসকদল তৃণমূলকে জিততে সাহায্য করেছেন। ২০২১ সালের বিধানসভা ভোটেও একই কায়দায় ৫০টির বেশি আসনে বিজেপিকে হারিয়ে তৃণমূলের জয়ের পথ মসৃণ করেছিল সিপিএম তথা বাম দলগুলিই। মূলত যে সব আসনগুলির কথা বিরোধী দলনেতা উল্লেখ করেছেন, সেগুলি হল, যাদবপুর, হাওড়া, দমদম, তমলুক। যদিও তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৬০ হাজারের বেশি ভোটে জয় লাভ করলেও, বাকি আসনগুলিতে জয় পেয়েছে তৃণমূল। যাদবপুর লোকসভায় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ২০১ ভোটে। আর এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ৭১২ ভোট। আবার দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ সৌগত রায় বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে হারিয়েছেন ৭০ হাজার ৬৬০ ভোটে।

 

এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৭৮৪ ভোট। আবার হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকে হারিয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৪২ ভোটে। সেখানে সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৫ ভোট। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বিজেপি। আর সেই বিপর্যয়ের জন্য সরাসরি সিপিএমকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রেড রোডে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু। সেখানেই এক প্রশ্নের উত্তরে সিপিএম নেতৃত্বের প্রতি খড়্গহস্ত হন তিনি। সরাসরি না বললেও, সিপিএম এ বারের ভোটে শাসকদল তৃণমূলকে সাহায্য করেছে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, ‘‘সিপিএমের যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডা অনুযায়ী তারা সফল হয়েছে। তারা হিন্দু ভোট কাটার জন্য দাঁড়িয়েছিল। ওখানে সুজন, এখানে সায়ন, সব্যসাচীরা সবাই দাঁড়িয়ে পড়েছিল।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এটা পিন্ডি জোটের কৌশল। পশ্চিমবঙ্গকে যারা ৩৪ বছর ধরে চেটে চেটে খেয়েছে, ৫৪ হাজার লোককে খুন করেছে, যারা সাঁইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সূচপুর, আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়েছে, সব কলকারখানাতে তালা লাগিয়েছে, তাদের এজেন্ডায় তারা সফল হয়েছে। কিন্তু সময় কথা বলবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *