Delhi : দীপাবলিতে দূষণ রুখতে আতশ বাজি নিষিদ্ধ করল সরকার

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ফের দিল্লিতে বৃদ্ধি পাচ্ছে দূষণের মাত্রা। তার জেরে ১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে বাজি উৎপাদন, বিক্রি ও বাজি জমা করে রাখা নিষিদ্ধ করল সরকার। অর্থাৎ, দীপাবলিতে বাজি পোড়াতে পারবেন না রাজধানীর মানুষ।

সোমবার দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটির তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাজি উৎপাদন, বিক্রি, জমিয়ে রাখা এবং পোড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।’ দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় জানান, প্রতিবছর শীতকালে দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। সে কারণে বাজি পোড়ানো, উৎপাদন, বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার দিল্লিতে বাতাসের গুণমানের একিউআই ছিল ২২৪। এবং সোমবার সকালে দিল্লিতে বাতাসের গুণমানের একিউআই ছিল ৩৭০। জানা গিয়েছে, দূষণ রুখতে আরও পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ডিজেল এবং পেট্রল চালিত গাড়ি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *