প্রতিবেশীরা চর মারতেই পারে এমনটাই বললেন স্থানীও তৃণমূল নেতা। গ্রফতার ৪

Desk(udita): শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের বকরাভিটা এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে ছেড়ে এলাকার এক প্রতিবেশী যুবকের সঙ্গে চলে গিয়েছিলেন ওই মহিলা। এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। প্রায় আট দিন ধরে নিখোঁজ থাকার পরে, ওই মহিলা স্বামীকে ফোন করে বাড়ি ফিরে আসার কথা বলেন। কিন্তু অভিযোগ, ফিরে স্বামীর কাছে আসতেই এলাকার কয়েক জন মহিলা মিলে গত শুক্রবার সালিশিসভা বসায়। সেখানে বিবাহবহির্ভূত সম্পর্কের ‘শাস্তি’ হিসেবে ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ।ডিসিপি (পূর্ব) দীপক কুমার সরকার জানান, ‘‘চার জনকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা রয়েছেন। মৃত মহিলা সবিতা বর্মণের স্বামী তাপস পাড়ার তিন জন মহিলার নামে অভিযোগ করেছিলেন৷ তাঁর বক্তব্য ছিল, তাঁর স্ত্রীকে ওই মহিলারা তাঁর বাড়িতে ডেকে পাঠান। সবিতা বাপের বাড়িতে ছিল। সেখান থেকে শ্বশুরবাড়িতে আসেন। সেখানেই শিবানী রায় নামে এক মহিলার সঙ্গে সবিতার কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির ঘটনা থেকেই হাতাহাতি। তারপরই সবিতা কিটনাশক খেয়ে আত্মহত্যা করেন। শিবানী-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে। আমরা রিমান্ডে নেব তাঁদের।’’

মারধরের ঘটনার পর বাড়িতে ঢুকে বিষ খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা। এলাকায় সবার সামনেই তাঁর স্ত্রীকে এবং তাঁকে মারধর করা হয়েছিল বলে পুলিশে অভিযোগ করেন খোদ মহিলার স্বামী। এনজেপি থানায় সেই লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছিল। সোমবার এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ।স্থানীয় সূত্রে খবর, শিবানীর স্বামীর সঙ্গেই সবিতা পালিয়ে গিয়েছিলেন। পুলিশ সূত্রে দাবি, তাপসের অভিযোগে কোনও সালিশি সভার উল্লেখ নেই। তবে তাপসের অভিযোগ, সবিতাকে বাড়িতে ঠাঁই দেওয়া হলে বাড়িও ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি, তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তাপস। চোপড়ার পর প্রায় একই রকমের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ফুলবাড়ি এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *