Manipur : আততায়ীর গুলিতে নিহত হলেন সশস্ত্র কুকি দলের স্বঘোষিত কমান্ডার

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : মঙ্গলবার গভীর রাতে মণিপুরের আততায়ীর গুলিতে নিহত হলেন সশস্ত্র কুকি দলের এক স্বঘোষিত কমান্ডার। ঘটনাটি ঘটেছে চুড়াচাঁদপুরের লেইসাংয়ের কাছে। ভোরে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় তাঁর। দেহটি ময়নাতদন্তের জন্য চুড়াচাঁদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল‌ে পাঠানো হয়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ওই কমান্ডারের ওপর হামলা হয়। বুধবার ভোরে চুড়াচাঁদপুররে তোরবুং বাংলোর অদূরে তাঁর দেহ উদ্ধার হয়। নিহত কমান্ডার কাপরাং গ্রামের বাসিন্দা ছিলেন। গ্রামে ‘সেখহোহাও’ নামে ডাকা হত তাঁকে। ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির সদস্য ছিলেন সেখহোহাও।

প্রসঙ্গত, মণিপুরে মঙ্গলবার থেকেই আরও ছ’মাসের জন্য বর্ধিত করা হয়েছে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’-এর মেয়াদ। ইম্ফল, বিষ্ণুপুর, জিরিবাম এবং লামফেল-সহ ১৯টি থানা এলাকা ছাড়া গোটা রাজ্যেই এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কিছু বিক্ষুব্ধ এবং কট্টরপন্থী গোষ্ঠীর হিংসাত্মক কার্যকলাপ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *