কিড স্ট্রীটে এমএলএ হোস্টেলে নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

24Hrs Tv ওয়েব ডেস্ক : কিড স্ট্রীটে এমএলএ হোস্টেলে অস্বাভাবিক মৃত্যু। এমএলএ হোস্টেলে পুরুলিয়ার বন্দোয়ান বিধানসভার বিধায়ক রাজিবলোচন সোরেনের নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম জয়দীপ ঘোড়ই। এই ঘটনা কে ঘিরে তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ইতিমধ্যে ওই মৃত ব্যাক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি। তবে ঠিক কী কারণে ওই নিরাপত্তারক্ষীর মৃত্যু তা এখনও পরিষ্কার নয়। আর এখানে প্রশ্ন উঠে এলো এমএলএ হস্টেলের নিরাপত্তা নিয়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোস্টেল ক্যাম্পাসের ২ নম্বর গেটের গেটের ভিতরে, নিজের তিন তলা কোয়ার্টারের সামনে, শনিবার ভোরে জয়দীপের নিথর দেহ পড়ে থাকতে দেখেন কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। মৃত্যু কারণ কি পরিস্কার না হওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যার কারণেই মৃত্যু হয়েছে। তবে এর পিছনে আর অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।

ঘটনাস্থলে বিদানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যান। আর এই বিষয়ে তিনি বলেন, এখানে এসে আমি পুলিশের সঙ্গে কথা বললাম। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তার তদন্ত করছে পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে উপর থেকে পড়ে গিয়ে। আর এখানকার নিরাপত্তারক্ষীরা ওই ব্যাক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তিনি আরও জানালেন, যে বিধায়কের নিরাপত্তারক্ষী ছিল তাঁর সঙ্গে আমি কথা বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *