‘ওরা তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে’, হুঙ্কার দিলীপ ঘোষের

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী দিলীপ ঘোষের আসন বন্টন নিয়ে খোঁচা মেরেছেন। মেদিনীপুর থেকে NRC করে দিলীপ ঘোষকে তাঁর দল বর্ধমান-দুর্গাপুরে পাঠিয়েছে, এই মন্তব্য করেন অরূপ। বিজেপির আসন বন্টনের জেরে দিলীপের হাত থেকে নিজের গর হাতছাড়া হলেও বিষয়টিকে আগাগোড়াই আমল দিতে নারাজ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

আত্মবিশ্বাসের সঙ্গে ‘বোলার নয় বলে’র দিকেই পাখির চোখ রেখেছেন দিলীপ। নিজের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদের বিরুদ্ধে ক্লোজ ফ্লিডিং সাজিয়েছেন বিজেপির হোলটাইমার প্রার্থী দিলীপ ঘোষ। পিচ বদলালেও স্পোর্টসম্যান স্পিরিটে যে এতটুকুও ভাঁটা পরেনি সেটা দিলীপ ঘোষের কথাতেই ঝরে পড়ছে। মর্নিং ওয়াকে বেরিয়ে ক্রিকেটও খেলার মাঝে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী এই আসনে তৃণমূল এবং বাম প্রার্থীর বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন, “আমি এখনও সেভাবেই খেলি, যে মাঠে গেলে, সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেই ভাবেই খেলি এবং জিতি। জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে দেব, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে।”

গত মঙ্গলবার, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রচারের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। মন্তব্যের প্রতিবাদে সরব হয় তৃণমূল। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে মঙ্গলবারই দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। ওই দিন রাতেই দলের পক্ষ থেকে শোকজ করা হয় দিলীপ ঘোষকে। বুধবার সকালে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও, তিনি যে এতে দমে যাচ্ছেন না, তাও কার্যত স্পষ্ট করেছিলেন দিলীপ। বুধবারই, নির্বাচন কমিশনে এসে, দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে যায় তৃণমূলের ১০ জনের প্রতিনিধি দল। যা নিয়ে এদিন আক্রমণ করতে গিয়ে, নির্বাচন কমিশন নিয়ে ‘মেসোমসাই’ বলে বেফাঁস মন্তব্য করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *