তৃতীয় এনডিএ সরকারের পূর্ণাঙ্গ বাজেটে কী কী সুবিধা থাকছে এক নজরে

Subhasish Ghosh:  রেকর্ড ভেঙে টানা ৭ বার বাজেট পেশ নির্মলার। ২৩ জুলাই হয়ে গেল ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ। বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারাজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা ৭ বার বাজেট পেশ করলেন নির্মলা।

লোকসভা নির্বাচনের আগে ‘ভোট অন অ্যাকাউন্ট’ বা অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল দ্বিতীয় নরেন্দ্র মোদীর সরকার। সেই অন্তর্বর্তী বাজেটে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তনের কথা ঘোষণা করেনি দ্বিতীয় মোদী সরকার। কিন্তু তৃতীয় বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসতেই বাজেটে আয়করের কোনও পরিবর্তন হয় কি না, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে।

বাজেটে আয়করঃ

* ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না।

* ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ।

* বাৎসরিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।

* বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে।

* ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ।

* বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।

 

দেশের এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায়, বাজেটে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী পাঁচ বছরে দেশের অন্তত ৫০০টি শীর্ষস্থানীয় সংস্থায় ইন্টার্নশিপের জন্য ডাক পাবেন তরুণ-তরুণীরা, জানিয়েছেন তিনি। দেশের বেকারত্ব দূর করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। কারণ, এর আগে সরকারি উদ্যোগে এই ধরনের ইন্টার্নশিপের ব্যবস্থা ছিল না দেশে।

 

বাজেট ঘোষণায় নির্মলা জানিয়েছেন, ইন্টার্নশিপ চলাকালীন পাঁচ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা এবং থেকে ছ’হাজার টাকার এককালীন ভাতা পাবেন তরুণ-তরুণীরা। তাঁদের প্রশিক্ষণের খরচ বহন করবে সংশ্লিষ্ট সংস্থাই। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল (সিএসআর) থেকে এই খরচ করতে হবে। এই ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব জগতের সঙ্গে পরিচিত হবেন তরুণ-তরুণীরা।

 

 

অর্থমন্ত্রী বলেন, “বিহারে বারবার বন্যা হয়। বন্যা নিয়ন্ত্রণে বিশেষ প্রকল্পে বরাদ্দ করা হবে ১১,৫০০ কোটি টাকা। অসমেও ফ্লাড ম্যানেজমেন্টের জন্য দেওয়া হবে অর্থ সাহায্য। হিমাচল প্রদেশ ও হিমাচল প্রদেশে যে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণেও সাহায্য করবে সরকার।”

বাজেটে অন্ধ্রপ্রদেশকে বিশেষ আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হল।১৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হল অন্ধ্রপ্রদেশ উন্নয়ণ খাতে।অন্ধ্রপ্রদেশকে দেওয়া সব প্রতিশ্রুতি রাখা হবে।অন্ধ্রপ্রদেশকে খাদ্য ও উন্নয়ের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হল।

 

 

কোন কোন জিনিসের দাম বাড়ল ও কমলঃ

ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম কমতে চলেছে। তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, ওই তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হচ্ছে। ফলে ক্যানসারের ওষুধের দাম অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।
মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দামও কমতে চলেছে। এই জিনিসগুলির উপর থেকে সাধারণ শুল্ক কমানো হচ্ছে প্রায় ১৫ শতাংশ। ফলে আগের চেয়ে সস্তায় মিলবে মোবাইল এবং সেই সংক্রান্ত জিনিসপত্র।
সোনা এবং রুপোর দামও কমতে চলেছে। মঙ্গলবার নির্মলা জানিয়েছেন, সোনা এবং রুপোর আমদানি শুল্ক ছয় শতাংশ কমিয়ে দেওয়া হবে। বিশেষজ্ঞদের অনেকের মতে, এর ফলে সোনা এবং রুপোর দাম কমবে এবং এই ধাতুগুলির চাহিদা আরও বাড়বে। সাধারণ মানুষ আরও বেশি করে সোনা বা রুপোর গয়না কিনতে শুরু করবেন। এর ফলে মূল্যবান ধাতু পাচারের চক্রও অনেকটা শিথিল করা যাবে।

প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে। প্ল্যাটিনামের দামও কমবে।
আরও দু’টি ধাতুর দাম কমতে চলেছে। নিকেল এবং তামার উপর থেকে সাধারণ কর তুলে নিয়েছে সরকার। ফলে এই দুই ধাতুর দামও অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও, ২৫টি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।
সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেবে সরকার। মঙ্গলবার বাজেট ঘোষণার সময়ে সেই প্রস্তাবই দেওয়া হয়েছে।
সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ শতাংশ কমানো হচ্ছে।
বাজেটে কিছু জিনিসের দাম বেড়েছে। বৃদ্ধি করা হয়েছে করের পরিমাণ।

টেলি যোগাযোগের সরঞ্জামের উপর এত দিন ১০ শতাংশ কর নেওয়া হত। এ বার থেকে ১৫ শতাংশ কর নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে। প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া, অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে ১০ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *