বাইক ও চার-চাকার মুখোমুখি সংঘর্ষ নন্দকুমারে, গুরুতর জখম এক !

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে নন্দকুমারে । চার চাকার গাড়ির সঙ্গে মোটরবাইকের একেবারে মুখোমুখি সংঘর্ষে জখম হলেন এক মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার চাকার গাড়িটি তখন সজোরে তমলুক থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল। আর উল্টো দিক থেকে আসছিল ওই মোটরবাইক। হঠাৎ মুখোমুখি ধাক্কা লাগে। সূত্রের খবর , বাইকটিতে এক দম্পতি ছিলেন। এবং তার সঙ্গে দুটি শিশুও ছিল। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কন্যাগুরুকুলের কাছে ওই ঘটনায় গুরুতর আঘাত লাগে মহিলার। জখম অবস্থায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঘটনার পর কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত, একসঙ্গে এত জন মোটরবাইকে যাচ্ছিলেন কেন? গতিবেগ কতটা ছিল? ট্র্যাফিক আইন মানা হয়েছিল কি? বস্তুত এ রাজ্যের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনা খবর নতুন তো নয়ই, বরং বেশ পরিচিত।

কয়েক মাস আগে, গত জুলাইয়ে, উলুবেড়িয়াতেই বেপরোয়া বাইক চালাতে গিয়ে প্রাণ যায় দুজনের।উলুবেড়িয়ার রঘুদেবপুর অঞ্চলের বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে অটোর পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। দুই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উলবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার সময় কারও মাথায় হেলমেট ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেপরোয়া বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা।রাজ্যে গত কয়েক বছর ধরে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। পোস্টার, মাইকিং, ব্যানার ,অনুষ্ঠান করে সকল সচেতন করছে পুলিশ প্রশাসন। তারপরেও বেপরোয়া ড্রাইভের নেশা ছাড়তে পারেননি অনেকেই। এদিনের ঘটনায় সেরকম কিছু হয়েছিল কিনা, তদন্তের পরই স্পষ্ট হবে। এখন তমলুক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে জখম মহিলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *