এবার রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পের দুর্নীতির ইস্যুতে পথে নামছে সিপিএম!

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : আজ থেকে ফের রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প শুরু হচ্ছে । চলবে টানা আগামী একমাস। দুয়ারে সরকার প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখতে ইতিমধ্যেই জেলাশাসকদের সতর্ক করে দিয়েছে নবান্ন। এবার যে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে। তার অধীনে ২টি অতিরিক্ত পরিষেবা চালু হচ্ছে । এবার পাট্টার জন্যও আবেদনের সুযোগ পাবেন ভূমিহীনরা। বিদ্যুতের বকেয়া বিলে শর্তসাপেক্ষে মিলবে ৫০ শতাংশ ছাড়। নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনও করা যাবে। পয়লা নভেম্বর থেকে ১ মাস রাজ্যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে এটিই শেষ দুয়ারে সরকার ক্যাম্প৷ এবার, দুটো নতুন পরিষেবা যুক্ত হল। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ভূমিহীনরা পাট্টার আবেদন করতে পারবেন। এর পাশাপাশি, ২০১৮’র মার্চ মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাঁরা এককালীন টাকা জমা দিলে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধা পাবেন রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার কৃষি এবং গৃহস্থ গ্রাহকরাই। তাৎপর্যপূর্ণ ভাবে আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দুর্নীতির ইস্যুতে কাল থেকেই জেলায় জেলায় পথে নামছে সিপিএম।

দুয়ারে সরকার প্রকল্প, তৃণমূল সরকারের এমন একটি উদ্যোগ, যা নানাভাবে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে সরকারি নানা সুযোগ সুবিধা পাওয়া নিয়ে সমস্যা হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতেই এই প্রকল্প আনা হয়েছিল বলে জানিয়েছিল রাজ্য সরকার । এক ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প এনেছিল রাজ্য। নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময় এই ক্যাম্প তৈরি হয়। কখন ক্যাম্প হবে, কতক্ষণ খোলা থাকবে, কতদিন চলবে সবাই আগেভাগে জানিয়ে দেওয়া হয়। সেইখানে গিয়েই সাধারণ মানুষ সহজেই বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে থাকেন। এই প্রকল্প কোনও ভাতা সংক্রান্ত বিষয় কিংবা অন্য কোনও সমস্যার সমাধানে সাধারণ মানুষের ভরসা । এই প্রকল্প সুষ্ঠুভাবে করার জন্য বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *