কয়েক ঘণ্টায় ভাগ্যবদল, মালদহে কোটিপতি শ্যালক ও ভগ্নিপতি

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ এ বছরের শুরুর দিকে ডিয়ার লটারির প্রথম পুরস্কার হিসাবে ১ কোটি টাকা পেয়েছেন অনুব্রত মণ্ডল জানা গিয়েছে। সম্প্রতি ডিয়ার সাপ্তাহিক লটারি কেটে কোটিপতি হয়েছেন কলকাতার জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী রুচিকা। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে এই খবর প্রকাশ করেছে লটারি আয়োজক সংস্থা, ঠিক তারপর থেকেই রাজ্যজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ডিয়ার লটারি। এরই মাঝে লটারির টিকিট কেটে রাতারাতি ভাগ্যবদল। মাত্র ৩০ টাকার টিকিট কেটে মালদহে কোটিপতি শ্যালক এবং ভগ্নিপতি এমনই জানা গিয়েছে।
মালদহের হরিশচন্দ্রপুরের পিপলা গ্রামের বাসিন্দা পিন্টু সাহা এবং কৃষ্ণ দাস লটারির টিকিট কেটে কোটি টাকা পুরস্কার জিতলেন। পিন্টু সাহার একটি ছোট পানের দোকান আছে। সেই দোকান থেকেই যা আয় হত তা দিয়ে অতি কষ্টে দিনযাপন করতেন তাঁরা। আর্থিক প্রতিবন্ধকতা নিত্যসঙ্গী তাঁদের। সেই বাধা অতিক্রম করেই দৈনন্দিন জীবনযাপন চলত। তবে জীবনযুদ্ধে কখনও হার মানেনি পিন্টু।
তাঁর দৈনন্দিন সংগ্রামে বরাবরই পাশে পেয়েছেন শ্যালক কৃষ্ণ দাসকে। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চা খেতে গিয়েছিলেন তাঁরা। ভাগ্যবদলের আশায় একটি লটারির দোকান থেকে দু’জনে টিকিট কাটেন। ডিয়ার লটারির টিকিটের খেলা ছিল সন্ধ্যে ৬টায়। কিছুক্ষণ পর খেলার ফলাফল বেরোয়। তাতেই আনন্দে আত্মহারা হয়ে যান দু’জনে। সবটাই যেন ছিল তাঁদের কাছে স্বপ্ন। তাঁরা জানান, আগের মতোই একসঙ্গে থাকবেন। দিনবদলের আশায় খুশির হাওয়ায় ভরেছে পরিবারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *