নির্বাচনের আগে সুপ্রিম নির্দেশে স্বস্তিতে অভিষেক-রুজিরা

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের আগে স্বস্তি পেলেন অভিষেক। বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, লোকসভা নির্বাচন চলাকালীন অভিষেককে তলব করবে না ইডি। কয়লা দুর্নীতি সংক্রান্ত মামলায় দিল্লিতেও তলব করা হয়েছিল অভিষেককে। কলকাতায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও।

আদালতে সিব্বাল সওয়াল করেন, ইডির তদন্তে বরাবর সহযোগিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ইডির নির্দেশ মতো ১০ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন। একাধিকবার তলবে সাড়া দিয়ে তিনি যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, সে কথাও জানিয়েছেন আইনজীবী। কয়লা দুর্নীতি সংক্রান্ত মামলায় ২০২৩ সালের ২১ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষবার তলব করা হয়েছিল।এই যুক্তি শুনে বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথালে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা যাবে না।

কয়লা দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল এদিন আবেদন করেন, লোকসভা নির্বাচন চলাকালীন অর্থাৎ আগামী জুলাই মাস পর্যন্ত দিল্লিতে যেন অভিষেককে ইডি তলব না করে। আবেদন করেছিলেন স্ত্রী রুজিরাও।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল এদিন বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একজন সাংসদ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আগামী ১ জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট।” প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে আগামী ১০ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *