কেজরির গ্রেফতারি নিয়ে মুখ খুললেন আন্না হাজারে

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: নিজের কৃতকর্মের ফল পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর গ্রেফতারি প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া সমাজকর্মী আন্না হাজারের ৷ শুক্রবার তিনি বলেন, “আমি খুব বিরক্ত যে অরবিন্দ কেজরিওয়াল, যিনি আমার সঙ্গে কাজ করতেন, মদের বিরুদ্ধে তাঁর আওয়াজ তুলেছিলেন, এখন তিনি মদের নীতি তৈরি করছেন। নিজের কাজের জন্যই তাঁকে গ্রেফতার হতে হয়েছে।”

দিল্লির মুখ্যমন্ত্রী ইডির হাতে গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা আবেদন শুক্রবার প্রত্যাহার করে নিয়েছেন। আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলার শুনানির সময়ই তাঁর রিমান্ডের মামলার শুনানি পড়েছিল৷ কেজরিওয়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নয়টি সমন এড়িয়ে যাওয়ার পরে গতকাল তাঁকে গ্রেফতার করা হয়৷

অরবিন্দ কেজরিওয়াল ২০১১ সালে আন্না হাজারের আন্দোলনে যোগ দিয়েছিলেন। তখন কংগ্রেস সরকারের দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আন্না হাজারে। তাঁর অনশন আন্দোলন দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল৷ সেই আন্দোলনেরই শরিক কেজরিওয়াল ২০১২ সালে তাঁর নিজস্ব রাজনৈতিক দল তৈরি করেন এবং মুখ্যমন্ত্রীর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *