রবিবাসরীয় নির্বাচনী প্রচারে শাসক-বিরোধী প্রার্থীরা

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: গত শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন রবিবার থেকেই জোরকদমে প্রচারে নেমেছেন শাসক-বিরোধী-সহ সব দলের প্রার্থীরা। এদিন সকালে বালুরঘাটের বড়বাজার এলাকায় জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবারের সকালে বেলেঘাটা এলাকায় জনসংযোগ সারলেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুভাষ সরোবরে গিয়ে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে হেঁটে নির্বাচনী প্রচার করেন তৃণমূলের বিদায়ী সাংসদ। অন্যদিকে বাঁকুড়াতে জনসংযোগ বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। গেলেন মন্দিরেও।

নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে ডাকাত কালীবাড়ি পুজো দিয়ে প্রচার শুরু করেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।”আপনারা বলেছেন হুগলিতে কারখানা হয়নি। কিন্তু আমি তো দেখলাম এত কারখানা হয়েছে, ধোঁয়ায়, অন্ধকার হয়ে গিয়েছে রাস্তা ঘাট।” প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

প্রচারে সিপিএম প্রার্থী সায়রা হালিম। হুড খোলা জিপে চড়ে প্রচার সারেন বাম প্রার্থী। কলকাতা দক্ষিণের বাম প্রার্থীর সমর্থনে এদিন বাম কর্মী-সমর্থকরা প্রচারে নামেন। পাশাপাশি, রবির ছুটিতে আজাদগড়ে প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বাজার অঞ্চলে জোরদার প্রচার করতে দেখা যায় তাঁকে।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে। বাংলার অধিকার যাত্রার মাধ্যমে আলিপুরদুয়ার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বারাইকের সমর্থনে ভোট প্রচার শুরু করল মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার চালসা গোলাইয়ে শহিদ বীর বিরসা মুন্ডা, আদিকবি ভানুভক্ত আচার্য এবং চারণকবি লালশুকরা ওরাওঁয়ের মূর্তিতে মাল্যদান করে কর্মসূচির সূচনা করা হল।

জলপাইগুড়িতে নির্বাচনী প্রচার সারেন বাম প্রার্থী দেবরাজ বর্মন। দিনবাজার এলাকায় সারলেন প্রচার। ঘরে ঘরে গিয়ে প্রচার সারেন তরুণ এই বাম প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *