নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন অপরূপা পোদ্দার

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: হুগলির আরামবাগের দু’দু-বারের সাংসদ অপরূপা পোদ্দার ৷ তবে চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি টিকিট পাননি ৷ তাঁর ক্ষোভ, তাঁর কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই বলে তাঁকে প্রার্থী করা হয়নি ৷ এবার অপরূপার কেন্দ্রে প্রার্থী হয়েছেন মিতালি বাগ ৷

বিদায়ী সাংসদের দাবি, “দলের তিনবারের সাংসদ পোড় খাওয়া রাজনীতিবিদরা বারবার টিকিট পেয়েছেন ৷ তাঁদের যোগ্যতার ভিত্তিতে টিকিট পেয়েছেন ৷ ২০১৯ সালে আমি যখন ভোটে লড়তে যাই তখন আমার কাছে টাকা ছিল না । এখনও আমার কাছে কোন টাকা নেই ৷ ভোটে লড়ার জন্য সাংসদ ও হুগলি গ্রামীণের দুই মন্ত্রী বিষয়টি জানতেন ৷”

১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় ৪২টি আসনে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হয় ৷ সেই তালিকায় অপরূপা পোদ্দারের নাম ছিল না ৷ লোকসভা নির্বাচনে মিতালি বাগকে দাঁড় করিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ এ নিয়ে প্রায় ১৯ দিন পর নিজের ক্ষোভের কথা বললেন অপরূপা ৷

অন্যদিকে, আরামবাগের নতুন তৃণমূল প্রার্থী মিতালী বাগ বলেন, “তিনি কী বলেছেন, বিষয়টি বলতে পারব না ৷ আমি প্রার্থী হওয়া মাত্রই আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন অপরূপা পোদ্দার ৷ আরামবাগে তাঁর হাত ধরে একাধিক উন্নয়ন হয়েছে ৷ আগামী দিনে তিনি আমার প্রচারেও আসবেন বলে জানিয়েছেন ৷ তবে ভোটে টাকা-পয়সার ব্যাপারে দল ও আরামবাগ নেতৃত্ব বিষয়টি দেখছে ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *