
বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিংহ
24Hrs Tv : রবিবার ছিল তৃণমূলের দল থেকে জনগর্জন সভা। 10 ই মার্চ জনগর্জন সভা থেকে ঘোষণা করা হয়েছিল তৃণমূলের প্রার্থী তালিকা। আর সেই তৃণমূলের প্রার্থী তালিকায় বিভিন্ন নতুন মুখও ঘোষণা করা হয়েছিল। রচনা ব্যানার্জি থেকে শুরু করে ইয়সুফ পাঠান। তবে, ব্যারাকপুরে থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হল পার্থ ভৌমিকের নাম। আর পার্থ ভৌমিকের নাম ঘোষণার পরই দেখা গেলো টুইস্ট। ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে অর্জুন সিং নাম উঠে এলোনা,ঘোষণা হল পার্থ ভৌমিকের নাম। আর তাতেই অসন্তোষ দেখা দিল অর্জুন সিংহের। বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন অর্জুন সিং ইতিমধ্যে ঘোষণা করা হল।

অবশেষে বিজেপিতেই যোগ দেবেন পরিস্কার জানিয়ে দিলেন অর্জুন সিংহ। অর্জুন সিংহ বলেন, আমার সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ব্যারাকপুরে লোকসভা কেন্দ্র থেকে হাজার হাজার লোক যোগ দেবে বিজেপিতে। তিনি আরও বলেন, আমার সঙ্গে এক বড় নেতা যোগ দেবে বিজেপিতে। দিল্লি বা কলকাতা, যে কোনো জায়গায় যোগদান করতে পারি।