চার রাজ্যে বিধানসভা নির্বাচন হলেও জম্মু-কাশ্মীর ব্রাত্য নির্বাচন

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: শনিবার জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে সাধারণ নির্বাচন। লোকসভা নির্বাচনের সঙ্গেই চার রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছে কমিশন। সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ— চার রাজ্যে বিধানসভা নির্বাচনও হবে লোকসভা নির্বাচনের সঙ্গে।

পাশাপাশি, বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, কর্নাটক, তামিলনাড়ুতে উপনির্বাচন লোকসভার সঙ্গেই হবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচন— ১৯ এপ্রিল

সিকিমে বিধানসভা নির্বাচন— ১৯ এপ্রিল

অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন— ১৩ মে

ওড়িশায় বিধানসভা নির্বাচন হবে চার দফায়, যথাক্রমে— ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন।

চার রাজ্যেই গণনা ৪ জুন।

প্রসঙ্গত, এক দশক পরেও বিধানসভা নির্বাচন হচ্ছে না জম্মু ও কাশ্মীরে। শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেও ব্রাত্য থেকে গেল দেশের বৃহত্তম (আয়তনের হিসাবে) কেন্দ্রশাসিত অঞ্চলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *