ক’দফায় ভোট হতে চলেছে? জেনে নিন

24Hrs Tv ওয়েব ডেস্ক : নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার সময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের ডান দিকে বসেছিলেন জ্ঞানেশ কুমার। বাঁ দিকে সুখবীর সিংহ সান্ধু। রাজীব বলেন, ‘‘আমাদের দায়িত্ব সঠিক ভাবে নির্বাচন পরিচালনা করা। ১৬ জুন ১৭তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে। এ বার আমাদের ৯৭ কোটি ভোটার রয়েছে। ১০.৫ লক্ষ ভোট কেন্দ্র রয়েছে। ৫৫ লক্ষ ইভিএম থাকছে।’’

এবার দেখে নেওয়া যাক কোন রাজ্যে কবে নির্বাচন :

প্রথম দফায় (১৯ এপ্রিল)-পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, তামিলনাড়ু, পুদুচেরি, লক্ষদ্বীপ, আন্দামান নিকোবার, বিহার, সিকিম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অসম, অরুণাচলপ্রদেশ

দ্বিতীয় দফা (২৬ এপ্রিল)- কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, অসম, মণিপুর, ত্রিপুরা

তৃতীয় দফা (৭ মে)- জম্মু ও কাশ্মীর, গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ছত্তীসগঢ়, গোয়া, দাদরা-নগর হাভেলি ও দমন-দিউ

চতুর্থ দফা (১৩ মে)-মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড

পঞ্চম দফা (২০ মে)- লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র

ষষ্ঠ দফা (২৫ মে)-দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা

সপ্তম দফা (১ জুন)-হিমাচল প্রদেশ, পঞ্জাব, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা

এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কবে ভোট :

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলো। প্রতীক্ষার অবসান। কবে কোথায় ভোট হবে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ২০১৯ সালের মত এই বছরও সাত দফায় ভোট হতে চলেছে।

প্রথম দফার ভোট ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে ২৬ এপ্রিল রায়গঞ্জ,বালুরঘাত, দার্জিলিং। তৃতীয় দফায় ভোট ৭ মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুরশিদাবাদ, জঙ্গিপুর। চতুর্থ দফায় ভোট ১৩ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, পূর্ব বর্ধমান, বর্ধমান- দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। পঞ্চম দফায় ভোট ২০ মে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলী, আরামবাগ। ষষ্ঠ দফায় ভোট ২৫ মে পুরুলিয়া, বিশ্নপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাথি, তমলুক, ঘাটাল। সপ্তম দফায় ভোট ১ জুন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসাত, বসিরহাত, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *