
বিতর্কের মুখে বাবুল সুপ্রিয়
বিতর্কের মুখে বাবুল সুপ্রিয়। হাফপ্যান্ট পরে রেলের সাবওয়ে উদ্বোধনের অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। ঘটনায় স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক। যদিও অভিযোগ ভিত্তিহীন, ঘটনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলেই দাবি বাবুল সুপ্রিয়র।
আসানসোল রেল ডিভিশনে একটি সাবওয়ে তৈরির কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। যা আসানসোল রেলপাড়া ও শহরকে যুক্ত করে। সম্প্রতি তার কাজ শেষ হয়েছে।তিনি সেই কাজ দেখতে গিয়েছিলেন। করোনার কারণে কোনো উদ্বোধন অনুষ্ঠান না করে এমনতিতেই তা সাধারণের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সকালে হাফ প্যান্ট পরে বাইক নিয়ে ওই সাবওয়েতে যান বাবুল সুপ্রিয়।স্থানীয়দের দাবি সাবওয়েতে বাইক নিয়ে ঘুরেই ‘উদ্বোধন’ সম্পন্ন করেন তিনি। এই ঘটনাতেই দানা বেঁধেছে বিতর্ক। রেলের অনুষ্ঠানে হাফপ্যান্ট পরে অংশ নেওয়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছে মন্ত্রীকে।
যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি বাবুলের। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “কোনও উদ্বোধন অনুষ্ঠান হয়নি। কোনও ফিতে কাটিনি। আন্ডারপাসের কাজ দেখতে গিয়েছিলাম। শুধুমাত্র আসানসোলের ডিআরএম -সহ বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে দেখা করেছি। কথা বলেছি।” বাবুল সুপ্রিয়র বাইকপ্রীতি কারও অজানা নয়। আসানসোলে থাকাকালীন প্রায়ই বাইক নিয়ে বেরিয়ে পড়েন তিনি।