ফের অশান্ত ব্যারাকপুর, জখম ২

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ অশান্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। জখম ২ তৃণমূল কর্মী কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকেই নিস্তব্ধ নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুর এলাকা। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম মহম্মদ জাকির। শনিবার সন্ধ্যেয় দু’টি বাইকে কয়েকজন দুষ্কৃতী নৈহাটির শিবদাসপুর থানার কন্দপুকুর এলাকায় আসে। সেই সময় জাকিরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর দুষ্কৃতীরা বেশ কয়েকটি বোমাও ছোঁড়ে। মহম্মদ জাকির ছাড়া আরও একজন জখম হন বলে জানা গিয়েছে। বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে ভরতি তাঁরা। জাকিরের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক হাসপাতাল সূত্রের খবর।
টুইটে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “নৈহাটির কাছে শিবদাসপুরে গুলি, বোমা। এর আগেও ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত কাঁকিনাড়াতে নাবালকের মৃত্যু হয়েছে। ব্যারাকপুর কমিশনারেট কি হেমন্তকালেই শীতঘুমে ব্যস্ত? পশ্চিমবঙ্গের মানুষ কি বলছেন মাননীয়া পুলিশ মন্ত্রী শুনে নিন।” এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ নাকি গুলি-বোমা চলার অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে চলছে আলোচনা তুঙ্গে। ব্যক্তিগত আক্রোশের জেরে এই ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। অভিযুক্তদের খোঁজে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *