আদিবাসী ভোট নিয়ে চিন্তার ভাঁজ বিজেপির, মাঠে স্বয়ং মোদি

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ আদিবাসী ভোট বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চরমে। ২৭টি আসন সংরক্ষিত রাজ্যে তপসিলী উপজাতিদের। আদিবাসীদের হাতে প্রায় ১৫ শতাংশ ভোট। কার্যত, আগে কংগ্রেসের বড় প্রভাব ছিল আদিবাসীদের ভোটে। ২০১৭ সালে কংগ্রেস ১৭ টি আসন জিতেছিল। পরে তার মধ্যে থেকে পাঁচ জন বিজেপিতে যোগ দেন, সূত্রের খবর। কংগ্রেস ও বিজেপির পাশাপাশি আম আদমি পার্টি যোগ হয়েছে।
অনেকদিন ধরেই আদিবাসী অধ্যুষিত এলাকায় নিজেদের জমি শক্ত করতে গেরুয়া শিবির চেষ্টা করেছে। স্ট্যাচু অফ ইউনিটিকে সামনে রেখে কর্মসংস্থানের যে স্বপ্ন সেখানকার আদিবাসী সমাজকে দেখানো হয়েছিল তার বাস্তবায়ন নিয়ে তাঁরা মোটেই সন্তুষ্ট নয়।
আদিবাসীদের মন জয় করতে মাঠে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাত নির্বাচন প্রচারের শুরুতেই ‘এ ফর আদিবাসী’ বলে স্লোগানও দিয়েছেন মোদি। পাশাপাশি, মধ্যপ্রদেশ, মহরাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশার মতো রাজ্যগুলির আদিবাসী ভোটের কথা মাথায় রেখেই রাষ্ট্রপতি হিসেবে সরকারপক্ষ তথা বিজেপি এবার তাদের সমাজের প্রতনিধিকে তুলে ধরেছে বলেই রাজনৈতিকমহল সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *