রাজভবনের সামনে বিক্ষোভ বিজেপির

24Hrs Tv ওয়েব ডেস্ক : রাজ্যের অন্তবর্তী বাজেট নিয়ে উত্তেজনা ছড়িয়েছে গোটা বিধানসভায়। কেন্দ্রের বাজেটের পর এবার বাজেট পেশ করেছে রাজ্য। সেই বাজেটের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সেই বাজেট নিয়ে বিধানসভায় আলোচনার সময়ে শুভেন্দুকে ‘চোর’ বলে আক্রমণ করেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। এমনকি শুভেন্দুকে তেড়ে আসেন তৃণমূল বিধায়ক। পরিস্থিতি সামাল দিয়ে তাঁকে তাঁর জায়গায় ফিরে যেতে বলেন মন্ত্রী অরূপ এবং বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গা। বিধানসভার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুই বিধায়ককেই সতর্ক করেন। বিধানসভার মর্যাদা বজায় রাখতে অনুরোধ করেন। যদিও আপাতভাবে পরিস্থিতি শান্ত হলেও এর রেশ এখনও যায় নি। শুভেন্দুর বিরুদ্ধে কুরুচিকর আক্রমণের অভিযোগ জানিয়ে স্পিকারের কাছে গিয়েছিলেন বিধায়ক রামেন্দু। পরে তিনি জানিয়েছেন ”বাজেট নিয়ে সকলে নিজেদের বক্তব্য জানাচ্ছিলেন। আমি কেন্দ্রকে চোর বলেছি। উনি তার উত্তরে আমাকে কুরুচিকর আক্রমণ করেন। খারাপ ভাষায় কথা বলেন। আমি তাই উত্তেজিত হয়েছি। আমি তো কোনও শালীনতা লঙ্ঘন করিনি। উনি বাংলাকে কলুষিত করছেন। আমি স্পিকারের কাছে এর প্রতিবাদ করেছি।” এরপরই বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। বাইরে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন শুভেন্দুরা। রাজভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি সদস্যরা। রাজভবনের সিঁড়িতে বসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *