
সিএএ চালু নির্দেশ বক্তব্য, অমিত শাহ
24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : কিছুদিন আগেই বঙ্গ সফরে আসেন অমিত শাহ। রাজ্যে এসে প্রায় বিজেপির ৩৫ টি আসন দখল করে নেয়। সামনেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে এসে সিএএ প্রতিশ্রুতি করার কথা বলে গেছেন। তিনি বলেন সিএএ আমাদের দেশের আইন। স্বরাষ্টমন্ত্রকের এক অধিকারীরক বলেন, লোকসভা নির্বাচনের আগে চালু হতে পারে সিএএ আইন।

২০১৫ সালের আগে যারা অন্যান্য দেশ থেকে এই দেশে এসেছেন তাদের সকলের জন্য দেওয়া হবে নাগরিকত্ব। খ্রিষ্টান থেকে শুরু করে শিক, বৌধ, জৈন,পার্সি, আফগানিস্থান, বাংলাদেশ সকলে’ই পাবেন নাগরিকত্ব। ২০১৯ সালে রাষ্ট্রপতি সাক্ষরের পর সিএএ আইন চালু হয়। তবে, এখনও পর্যন্ত এই রুলস তৈরী হয়নি। কিছুদিন আগে’ই বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ বলেন, সিএএ আইন চালু করা হবে। সিএএ আমাদের দেশের আইন।