এটিএমে টাকা ভরার গাড়ি নাকা চেকিংয়ের আওতায়, কমিশনের নয়া নির্দেশিকা

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: নির্বাচনে বেআইনি অর্থ বা কালো টাকা ব্যবহার করে কোনও রাজনৈতিক দল যাতে ফায়দা তুলতে না পারে, তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার কমিশন জানিয়েছে, এখন থেকে বিশেষ নজরদারি চালানো হবে ব্যাঙ্কের গাড়িতেও। বিশেষত, এটিএমে টাকা পাঠানো হয় যে গাড়িতে সেই গাড়িকেও দিতে হবে বৈধতার পরীক্ষা।

নজরদারির প্রশ্নে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ধরনের ব্যাঙ্কের গাড়ি বা এটিএমে টাকা ভরার গাড়িতে ‘কিউআর কোড’ ব্যবহার করতে হবে। ‘কিউআর কোড’-এ গাড়িতে থাকা টাকার হিসাব দেওয়া থাকবে। সেই হিসাব না মিললে টাকা বাজেয়াপ্ত করা হবে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের আগের নাকা চেকিংয়ের আওতায় নিয়ে আসা হচ্ছে ব্যাঙ্কের গাড়িকেও। নির্বাচনের আগে রাজ্য জুড়ে কড়া নজরদারি চালানো হবে সমস্ত গাড়ির ওপরেই। এর পাশাপাশি কালো টাকা এবং অবৈধ লেনদেনের ওপর নজরদারি করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকেও নির্দেশ দিয়েছে কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, এটিএমে টাকা পাঠানোর গাড়িতেও নজর রাখতে হবে। এই ধরনের কোনও গাড়িই যেন নাকা চেকিংয়ে বাদ না যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *