বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে ECI-তে নালিশ দলেরই দুই নেতা-নেত্রীর

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: প্রার্থী পদ ঘিরে অসন্তোষ আগেই উঠছিল ! এ বার বিজেপির বিতর্কিত প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নালিশ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিলেন দলেরই দুই নেতা-নেত্রী । ফলে স্বপনের প্রার্থী পদ ঘিরে দলের অভ‍্যন্তরে চাপ আরও বাড়ল ।

এর আগে বিজেপির এই প্রার্থীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ‘মাদক কারবার’-এর অভিযোগ তুলে সরব হয়েছিল দলেরই বিক্ষুব্ধ অংশ। শুধু তাই নয়, মাদক মামলায় অভিযুক্ত বিজেপি নেতা স্বপন মজুমদারকে অসম আদালত ১০ বছরের সাজা দিয়েছিল তার পেপার কাটিংও তুলে ধরে সাঁটানো হয়েছিল জেলা কার্যালয়ে । স্বভাবতই তাঁর প্রার্থী পদ ঘিরে ঘরে-বাইরে ক্রমশ চাপ বাড়ছিল । তবে, সব কিছুকে ছাপিয়ে গেল দলের দুই নেতা সরাসরি স্বপন মজুমদারের বিরুদ্ধে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে নালিশ জানানোয় ।

দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে পাঠানো চিঠিতে মাদক পাচার-সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে। এ বার বিজেপির যে দুই নেতা জাতীয় নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছেন তাঁরা হলেন উৎপলা বিশ্বাস এবং সুভাষচন্দ্র রায় । দু’জনেই নিজেদের চিকিৎসক বলে দাবি করেছেন । ই-মেল মারফত বৃহস্পতিবার বিজেপির এই দুই চিকিৎসক নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন তুলে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *