কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে অভিষেক- ডেরেকের পোস্ট এক্স হ্যান্ডেলে

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: একদা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে রামন ম্যাগসেস পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস দুর্নীতির দায়েই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে (ইডির) ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ধৃত কেজরিয়ালের সমর্থনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করেছেন। এক্স হ্যান্ডেলে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ডেরেক ও ব্রায়েন। তিনি লিখেছেন, “নির্বাচনী প্রক্রিয়া সবে মাত্র শুরু হয়েছে। তারপর এই কাণ্ড।”

নিজের এক্স হ্যান্ডেলে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ডেরেক ও ব্রায়েন। তিনি লিখেছেন, “নির্বাচনী প্রক্রিয়া সবে মাত্র শুরু হয়েছে। তারপর এই কাণ্ড। রাজনৈতিক দলগুলির প্রধান, মুখ্যমন্ত্রী, নির্বাচনী এজেন্টদের এইভাবে হেনস্থা করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। আমাদের গণতন্ত্রের কী ভবিষ্যৎ? গণতন্ত্রকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য।”

ডেরেকের এই পোস্টকে শেয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই পোস্টে বলা হয়েছে,” আমরা একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। বিশেষ করে যখন ইসি দায়িত্বে রয়েছে। এর আগে অবৈধ অধ্যাদেশের মাধ্যমে তাঁর প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে যদি বর্তমান মুখ্যমন্ত্রী বিশিষ্ট বিরোধী নেতাদের গ্রেফতার করা হয় তাহলে ভারতে সুষ্ঠ নির্বাচনের আশা করা যায় কিভাবে? যদি এসসি-ইসিআই এখন কাজ করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যৎ-এ বিজেপির নিপীড়নমূলক রাজনীতির বিরুদ্ধে কে জণগণের পাসে দাঁড়াবে?” পাশাপাশি তৃণমূল নেতা, কুণাল ঘোষও এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই ঘটনার চক্রান্ত করা হয়েছে। অবশেষে গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে।

অন্যদিকে, এই গ্রেফতারি নিয়ে বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেজরিওয়াল যে কখনও গ্রেফতার হবেন একথা তিনি ভাবেননি। এবং এই ঘটনার ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, “আমার দৃঢ় বিশ্বাস পিসি-ভাইপো গ্রেফতার হবেই।” এদিকে, আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না। জেলে বসেই সরকার চালাবেন, এমনটাই জানিয়েছেন দিল্লি বিধানসভার স্পিকার। ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম ব্যক্তি, যাঁকে মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার করা হল। এর আগে কোনও মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের নজির নেই দেশের ইতিহাসে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হলেও, তিনি গ্রেফতারির আগেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *