বামেদের সঙ্গে জোটের রাস্তা খোলা রেখেই প্রার্থী ঘোষণা কংগ্রেসের

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: বিজেপি প্রথম দফায় ২০ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে আগেই। তৃণমূল ব্রিগেডের সমাবেশ থেকে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করে দিয়ে জোরদার প্রচারে নেমে পড়েছে। বামেরাও জোট-সমঝোতার কথা মাথায় রেখে একদফায় ১৬ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বামেরা যে আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।পশ্চিমবঙ্গের ৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তারা।

বৃহস্পতিবার নৌশাদ সিদ্দিকির দল ISF ৮ আসনে প্রার্থী দিয়েছে। যার মধ্য়ে কয়েকটি আসনে বাম এবং কংগ্রেসও প্রার্থী রয়েছে। গতকালই কংগ্রেস তৃতীয় দফায় দেশজুড়ে ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে।
আসন সমঝোতার রাস্তা খোলা রেখে পশ্চিমবঙ্গের ১৬টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামেরা। এবার সেই আসনগুলি বাদ রেখে, ৮টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। অর্থাৎ, দু’পক্ষই বুঝিয়ে দিল জোট করেই বাংলায় লড়তে চাইছে তারা।

কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় ৫ বারের সাংসদ এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা নিজের দূর্গ বহরমপুর থেকেই লড়বেন। উত্তর কলকাতা আসনে কংগ্রেসের প্রার্থী বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। পুরুলিয়াতে প্রার্থী কংগ্রেসের চারবারের বিধায়ক নেপালদেব মাহাতো। মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী দু’বারের বিধায়ক বরকত গণি খান চৌধুরীর ভাইপো ইশা খান চৌধুরী।রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগ দেওয়া তরুণ নেতা আলি ইমরান রামজ ওরফে ভিক্টরকে।বীরভূমে কংগ্রেসের হয়ে লড়বেন জেলা সভাপতি মিলটন রশিদ।মালদা উত্তরে মোস্তাক আলম।জঙ্গিপুরে মহম্মদ মুর্তজা হোসেনকে প্রার্থী করেছে কংগ্রেস।প্রসঙ্গত, ISF এমন দু’টি আসনে প্রার্থী দিয়েছে, যেখানে বাম কিংবা কংগ্রেসের প্রার্থী রয়েছে। এর মধ্য়ে একটি হল মালদা উত্তর। যেখানে কংগ্রেস প্রার্থী করেছে মোস্তাক আলমকে। দ্বিতীয় আসনটি হল শ্রীরামপুর। যেখানে সিপিএমের প্রার্থী দীপ্সিতা ধর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *