ভোটে নামতেই সর্বনাশ! টিআরপি নামছে দিদির শো’র

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি:সদ্য রাজনীতিতে নেমেছেন অভিনেত্রি রচনা ব্যানার্জি। হুগলীর মানুষ নাকি তাঁকে পেয়ে লাকি একথা কিছুদিন আগেই জনসন্মুখে বলেছিলেন নিজেই। মানুষ তাকে নিঃসন্দেহে পছন্দ করবেন এ বিষয়ে প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন অভিনেত্রী। দিদি নম্বর ওয়ানের জনপ্রিয়তার কারণেই তিনি সহজেই মানুষের মন জয় করতে সক্ষম হবেন এই কথা বলতেও শোনা যায় অনেককে। কিন্তু সত্যি কি তাই? রিপোর্ট বলছে হচ্ছে তার উল্টো !

কমছে জি বাংলার জনপ্রিয় শো দিদি নম্বর-ওয়ানের TRP। মূলত রাজনীতির জগতে প্রবেশের পরেই হুরমুরিয়ে কমছে TRP। সপ্তাখানেক আগে দিদি নম্বর ওয়ানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ পর্বে খেলেছেন তিনি। সপ্তা খানেক আগেই সম্প্রচারিত হয়েছিল সেই পর্ব। সে সময় TRP বেড়েছিল স্বাভাবিকভাবেই। ঠিক তারপর থেকে TRP ছিল দারুন দৌড়ে। কিন্তু এরপরেই নেমেছে বিপত্তি।এক ধাক্কায় কমেছে অনেকটাই। তবে কি সবটাই রাজনীতিতে পা দেওয়ার ফল! রাজনীতিতে ব্যস্ত হয়ে পরার ফলেই এই পতন? বলছেন অনেকেই।

বিগত কয়েক দশকধরে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নম্বর ওয়ান। সন্ধ্যের সময়ে বাঙালি বাড়ির প্রায় প্রত্যেক টেলিভিশনেই শোনা যায় এই পোগ্রাম। যার অনেকটাই ক্রেডিট সঞ্চালিকা রচনার। অভিনেত্রী রচনা ব্যানার্জির অভিনব কায়দায় করা সঞ্চালন মন জয় করে সকলের। বাংলার দিদিদের কাহিনি তুলে ধরার পাশাপাশি তিনি পাশে দাঁড়াতেন অসহায় দিদিদের। এই মঞ্চ থেকে ক্ষুদ্র কুটির শিল্পের মহিলাদের স্বনির্ভর হয়ে ওঠার বার্তাও দিতেন তিনি।

তবে এখন তার পরিচয় ছাড়িয়েছে এ সব কিছুকেই। তিনি এখন নিহাতি অভিনেত্রী অথবা সঞ্চালিকা নন, সাথে রাজনীতিবিদও বটে। কারন তিনি এখন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত হুগলীর প্রার্থী। তার ফলেই স্বাভাবিক ভাবেই বেড়েছে ব্যস্ততাও, সেকারণেই হয়তো কমছে দিদি নম্বর ওয়ানের TRP। তারপর থেকেই গুঞ্জন রটছে টলি দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *