গার্ডেনরিচে ব্যাবসায়ীর ফ্ল্যাট থেকে বান্ডিল বান্ডিল নোটের পাহাড় উদ্ধার ইডির! আনা হচ্ছে টাকার মেশিন

টুয়েন্টি ফোর আওয়ার্স টিভি ওয়েব ডেস্কঃ রাজ্যে ফের একবার উদ্ধার বিপুল পরিমাণ নগদ অর্থ। ঘটনার কেন্দ্রস্থল গার্ডেনরিচ। এদিন নিসার খান নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে ৫০০ এবং ২০০০ টাকা নোটের বান্ডিলসহ বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করল ইডি অফিসাররা। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলায়।

সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি ইস্যুতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি নগদ অর্থ উদ্ধার করেছে তদন্তকারী অফিসাররা। এক্ষেত্রে এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থ উদ্ধার করে তারা। এদিন সেই ধারা বজায় রেখে গার্ডেনরিচে এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অর্থ।

এদিন সকালেই নিসার খান নামে ওই পরিবহন ব্যবসায়ী ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর অনুযায়ী, এই মুহূর্তে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিশাল অর্থ। এক্ষেত্রে খাটের তলা থেকে ৫০০ টাকা এবং ২০০০ টাকা নোটের বহু বান্ডিল মিলেছে। সেই অর্থের পরিমাণ এতটাই বেশি যে, টাকা গোনার যন্ত্র আনা হতে চলেছে বলে খবর।

ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করার পাশাপাশি টাকা গোনার যন্ত্র এবং ব্যাঙ্কের আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে। একইসঙ্গে, নিসার খানের বাড়িতে ইতিমধ্যে বিশাল নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তার বাড়ি থেকে বাজেয়াপ্ত টাকার পরিমাণ কত, সে প্রসঙ্গে এখনো কোনো স্পষ্ট ধারণা মেলেনি।

উল্লেখ্য, এদিন সকাল হতেই দুই মহিলা সহ ইডির তিন প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্স থেকে বের হয়ে কলকাতার আলাদা আলাদা তিন প্রান্তে রওনা দেয়। তদন্তকারীর সংস্থার একটি দল পাক স্ট্রিট অন্তর্গত ম্যাকলয়েড স্ট্রিটের একটি ফ্ল্যাটে হানা দিয়েছে। উক্ত ফ্ল্যাটটি এক আইনজীবীর নামে রয়েছে বলে খবর।

এছাড়াও গার্ডেন রিচে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যাওয়ার পাশাপাশি মোমিনপুরের বিন্দুবাসিনী স্ট্রিটে একটি ফ্ল্যাটে রওনা দিয়েছে ইডি অফিসাররা। ওই ফ্ল্যাটটি এক কাপড় ব্যবসায়ীর নামে রয়েছে বলে জানা গিয়েছে। এর মাঝেই গার্ডেন রিচে ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে বিপুল নগদ অর্থ উদ্ধার ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *