পশ্চিমবঙ্গে নির্বাচন হবে সাত দফাতে

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে নির্বাচন হবে সাত দফাতেই। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে। গত লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে সাত দফাতেই নির্বাচন হয়েছিল। প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। দ্বিতীয় দফার নির্বাচন হবে ২৬ এপ্রিল। তৃতীয় দফার নির্বাচন হবে ৭ মে। চতুর্থ দফার নির্বাচন হবে ১৩ মে। পঞ্চম দফার নির্বাচন হবে ২০ মে। ষষ্ঠ দফার নির্বাচন হবে ২৫ মে। সপ্তম দফার নির্বাচন হবে ১ জুন। ৪ জুন ভোটগণনা। রাজীব জানান, বিহার, গুজরাত, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ুতে উপনির্বাচন হবে। লোকসভার সঙ্গেই সেই উপনির্বাচন হবে। সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ— চার রাজ্যে বিধানসভা নির্বাচন হবে লোকসভার সঙ্গে।

নির্বাচনী আচরণ বিধি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জানান, রাজনৈতিক দলগুলিকে নোটিস পাঠানো হবে। সেখানে নির্বাচন নিয়ে আমাদের নির্দেশিকা থাকবে। যাতে নির্বাচনী আচরণ বিধি বজায় থাকে সে দিকেও নজর রাখা হবে। প্রচারের সময় প্রার্থীরা যাতে কোনও ভাবেই সীমা অতিক্রম না করেন, সে দিকেও নজর দিতে হবে প্রার্থীদেরই। কোনও রকম ভাবে বাজে ভাষার ব্যবহার করা যাবে না। শিশুদের প্রচারের জন্য ব্যবহার করা যাবে না। ২১০০ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। ওই পর্যবেক্ষকদের কাজ, সুষ্ঠু ভাবে নির্বাচন হচ্ছে কি না, সে দিকে নজর দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *