‘পুরো আইপিএল টুর্নামেন্ট ভারতেই হবে’: জয় শাহ

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটের জন্য আইপিএল ভারতের বাইরে চলে যেতে পারে। শনিবার দুপুরে এমন জল্পনা ছড়িয়েছিল। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

জয়ের পরিষ্কার কথা, “আইপিএল বিদেশে হওয়ার প্রশ্নই ওঠে না। পুরো টুর্নামেন্ট ভারতেই হবে। আমরা দু্‌’একদিনের মধ্যেই টুর্নামেন্টের পুরো সূচি ঘোষণা করব।”শনিবারই নির্বাচন কমিশন ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। বিসিসিআই কর্তারা নির্বাচনের দিনক্ষণ দেখে নিয়ে বাকি সূচি ঘোষণা করতে চান,এমন একটা কথা শোনা যাচ্ছিল। ইতিমধ্যে আইপিএল গর্ভনিং কমিটি এবং ভারতীয় বোর্ড মিলিত ভাবে ৭ এপ্রিল পর্যন্ত ২১ দিনের আইপিএল সূচি সামনে আনে। এতেই বিদেশের মাটিতে আইপিএল হওয়া নিয়ে জল্পনা ছড়ায়।

এর আগে শনিবার সন্ধ্যায় বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছিলেন, “আইপিএল দুবাই বা অন্য দেশে করার কোনও পরিকল্পনা নেই, যা হবে আমাদের দেশে।” সেই কথাকে গুরুত্ব না দেওয়া হলেও রাতের দিকে জয় নিজেই একটি ওয়েবসাইটকে বলেছেন, আইপিএল ভারতেই সংঘটিত করার কথা।

অতীতে, ২০০৯ সালে লোকসভা নির্বাচনের সময় পুরো আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এমনকী ২০২০ সালে কোভিড-১৯ সময়ও দুবাইতে টুর্নামেন্ট হয়েছিল। এবারও একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, নির্বাচনের সময় আইপিএল সরতে পারে বিদেশে। কেননা, সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছিলেন, বোর্ডের আধিকারিকদের একটি দল দ্বিতীয় পর্যায়ে আইপিএলের ম্যাচ ভেন্যু ঠিক করার জন্যে বিদেশে পাড়ি জমিয়েছে। পরিকাঠামো সহ আনুষাঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখতেই ওই প্রতিনিধি দলের বিদেশ সফর। এই খবর ছড়িয়ে পড়তেই জল্পনা আরও ঘোরাল হয়ে ওঠে যে আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্যায়ের খেলাগুলি বিদেশের মাটিতে হতে পারে। কিন্তু জয় শাহ সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *