
আইএসএল ডার্বি ম্যাচের দিনক্ষণ প্রকাশ্যে আসল
24 Hrstv: নিজস্ব প্রতিনিধি : ইন্ডিয়ান সুপার লীগ(আইএসএল) ডার্বির দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। ৩ ফেব্রুয়ারি আইএসএলের প্রথম ডার্বি। ফিরতি ডার্বি হবে ১০ মার্চ। দুটো ডার্বিই হবে সন্ধে সাড়ে সাতটায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে বল গড়াবে চিরআবেগের ডার্বি। বৃহস্পতিবার আইএসএলের তরফে ক্রীড়াসূচি জানিয়ে দেওয়া হল। গতবছর ২৮ অক্টোবর কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনিক সমস্যার জন্য সেই ম্যাচ স্থগিত করা হয়। প্রথম ডার্বিটি মোহনবাগানের হোম ম্যাচ। ফিরতি ডার্বি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ।
আইএসএল ফের শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। এখনও পর্যন্ত ১২ রাউন্ড হয়েছে। যদিও এখনও পর্যন্ত সব দলের ১২টি করে ম্যাচ খেলা হয়নি। কোন দল দশটি ম্যাচ, আবার কেউ খেলেছে ১১টি ম্যাচ। সাতটি দলের ১২টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এদিকে সুপার কাপের ২৮ জানুয়ারি সুপার কাপের ফাইনাল। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ফাইনালে। সুপার কাপ শেষ হলেই বল গড়াবে আইএসএলের। ইস্ট-মোহনের প্রথম ম্যাচটিই ডার্বি।