মানিক-ছটা থেকে মুক্ত হতে ২-৩ বছর লাগবে পর্ষদের !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : সিবিআই নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মানিক ভট্টাচার্যের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে । নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ওপর আরও চাপ বাড়ল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার তাঁর ( মানিক ভট্টাচার্যর ) রক্ষাকবচ খারিজের জন্য সিবিআই’কে আদালতে যাওয়ার পরামর্শ দিলেন । তারপর সিবিআই জানাল , মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে তারা সর্বোচ্চ আদালতে আবেদন করেছে ।

ইডি সূত্রে খবর ,বেসরকারি আইন ও ফার্মা কলেজের অনুমোদন বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করে আর্থিকভাবে পার্থ ও মানিক লাভবান হয়েছেন । প্রতিটি বেসরকারি আইন অথবা ফার্মাসি কলেজের NOC বা অনুমোদন দেওয়ার জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা করে নেওয়া হত। সূত্রের খবর , এই চক্রে একাধিক মধ্যস্থতাকারী বা মিডলম্যান এবং এক মানিক ঘনিষ্ঠের খোঁজ মিলেছে । ইডি সূত্রে খবর , ইতিমধ্যেই বেসরকারি আইন ও ফার্মা কলেজগুলির তালিকা তৈরি করে সেগুলি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও ওঠে মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ। দুর্নীতি মামলায় অ্যাপ্টিটিউড টেস্ট প্রসঙ্গে বিশ্বকাপের তুলনা করে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, তুমি ব্রাজিলের জার্সি পরে আছ বলে নম্বর পাবে, আর যে আর্জেন্তিনার জার্সি পরে আছে, সে নম্বর পাবে না, এটা হতে পারে না ।

বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানান , দুর্নীতি এবং মানিক ভট্টাচার্যর ছটা থেকে মুক্ত হতে পর্ষদের আরও ২-৩ বছর সময় লাগবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, সিবিআই নিয়ে মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন। সিবিআই এই রক্ষাকবচ খারিজের আবেদন করুন। এরপর সিবিআই মন্তব্য করেন ,সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন করেছে মানিক ভট্টাচার্যকে হেফাজতে যাতে পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *