
অভিষেককে চরম হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের !
24 Hrs TV, ওয়েব ডেস্কঃ বাংলার বুকে একের পর এক দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে সরগরম রাজনীতি। অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক ঐতিহাসিক রায় দিয়ে চলেছেন, সেই মুহূর্তে আবার অপরদিকে অভিজিৎবাবু এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে মাঝেমধ্যেই মুখ খুলতে দেখা গিয়েছে শাসকদলের নেতা মন্ত্রীদের আর এবার এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি, আদালত পদক্ষেপ নিলে তৃণমূল নেতার তিন মাসের জেল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় একাধিক কঠোর নির্দেশ দিতে দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। গত ১০ মাসে মোট ১০ টি মামলায় সিবিআই এবং ইডির ওপর তদন্তের দায়ভার তুলে দিয়েছেন অভিজিৎবাবু। আবার অপরদিকে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করেন তিনি, যা নিয়ে অস্বস্তি আরো বহুগুনে বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিচার ব্যবস্থার একাংশের মদতের কারণে শেল্টার পেয়ে চলেছে বিজেপির গুন্ডারা আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
তিনি বলেন, “এর আগেও উনি বিচার ব্যবস্থা নিয়ে আক্রমণ শানিয়েছিলেন। তখন আমি লাদাখে ছিলাম। ওর বিরুদ্ধে রুল ইস্যু করবো ভেবেছিলাম। কিন্তু পরবর্তীতে ডিভিশন বেঞ্চ এই বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেয়নি।” একই সঙ্গে তিনি বলেন, “কয়েকদিন আগে উনি বিচার ব্যবস্থা নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন আর একবার যদি এরকম কথা বলে থাকেন, তাহলে দেখবেন। আসলে আদালত কি কি করতে পারে, তা সম্পর্কে অনেকের বিশেষ ধারণা নেই। বিচার ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ তুললে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যে বলছেন জজদের ওপর বিজেপির হাত রয়েছে, তা কি কখনো প্রমাণ করা যাবে? যদি তা না হয়, তাহলে আমি তিন মাসের জেল পর্যন্ত দিতে পারি। কেউ কিছু করতে পারবে না। পরে আমাকে মেরে দিতেও পারে। কিন্তু তাতে কিছু যায় আসে না।”
সাম্প্রতিক সময়ে বিচার ব্যবস্থার বিরুদ্ধে মাঝেমধ্যেই মুখ খুলতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের। সম্প্রতি অভিষেক বলেন, “বিচার ব্যবস্থায় অনেকেরই মেরুদন্ড সোজা রয়েছে। তবে আবার অনেকে রয়েছে, যাদের মদতে শেল্টার পাচ্ছে বিজেপির গুন্ডারা।”
গতকাল একটি সাক্ষাৎকারে দুর্নীতি বিষয়ে মন্তব্য রাখার পাশাপাশি অভিষেক প্রসঙ্গ উঠে আসে অভিজিৎবাবুর গলায়। তিনি বলেন, “দুর্নীতির সঙ্গে কোনোভাবে আপোস করা চলবে না। যদি কেউ দুর্নীতি করে থাকে, তাহলে তার চাকরি যাবে। এক্ষেত্রে আমাকে জুডিশারি থেকে বহিষ্কার করা হলেও আমি লড়াই চালিয়ে যাব।”