অভিজিৎকে ‘নির্বাচনী লড়াই’ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালেন কুণালের

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ‌্যায়কে ‘নির্বাচনী লড়াই’ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালেন কুণাল ঘোষ। তমলুক আসনে দেবাংশু ভট্টাচার্যের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

রবিবার সকালে এক্স হ্যান্ডেলে অনুরোধ করে কুণাল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে তিনি লেখেন,”পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না।” এর পর তাঁর সংযোজন, “তমলুকে তৃণমূল জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।”

গত শনিবার তমলুকের সভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, “ভোট গণনার পর তো আপনি হেরে যাবেন। তাই আপনাকে অনুরোধ, এখনও সময় আছে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিন যে, আপনি ভোটে দাঁড়াবেন না।” তিনি আরও বলেন, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না। কারণ, তমলুক আসনটি ব্লক করতে আপনাকে সামনে রেখে এগোচ্ছে শুভেন্দু। আপনি কেন, বিজেপিতে অন‌্য কোনও নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না কাঁথির অধিকারী বাড়ির ওই কুলাঙ্গার। He loves no one but himself।”

একইসঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদের দাবি, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না।” কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, “আপনি কেন, বিজেপিতে অন‌্য কোনও নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না ও।” স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যে জল্পনা দানা বেঁধেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *