প্রয়াত ‘চৌরঙ্গী’ ছবির গায়িকা,সুরকার, প্রযোজিকা অসীমা মুখোপাধ্যায়

24 Hrs Tv ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন ‘চৌরঙ্গী’ ছবির সংগীত পরিচালিকা ও প্রযোজিকা অসীমা মুখোপাধ্যায়। আজ কাকভোরেই না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি গায়িকা৷ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অসীমা মুখোপাধ্যায়৷
সূত্রের খবর,গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন অসীমাদেবী৷ পারকিনসন্সেরও সমস্যায় ভুগছিলেন৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন তিনি৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
গায়িকা থেকে সুরকার প্রযোজিকা হিসেবে বিশাল সুখ্যাতি ছিল অসীমা মুখোপাধ্যায়ের৷ উত্তমকুমারের একাধিক কালজয়ী সিনেমা ‘চৌরঙ্গী’, ‘মেমসাহেব’, ‘বাঘবন্দী খেলা’-তে অসীমা দেবী প্রযোজনা করেছেন। একটা সময় কাজের সূত্র ধরেই সম্পর্ক পৌঁছে গিয়েছিল পারিবারিক জায়গায়৷ নিজের কোনও বোন ছিল না বলে অসীমা মুখোপাধ্যায়ের থেকে প্রতি বছর ভাই ফোঁটা নিতেন মহানায়ক৷ উত্তম কুমারও তাঁকে দিদি বলে ডাকতেন৷
এক সাক্ষাত্‍কারে অসীমা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, উত্তমকুমার-সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের বাড়িতে ভাই ফোঁটার সব উপকরণ নিয়ে পৌঁছে যেতেন তিনি।
চার বছর এইভাবে ভাই ফোঁটা দিয়েছিলেন অসীমা দেবী। উত্তম কুমার সেই সময় ছিলেন খ্যাতির শিখরে, তবুও ফোঁটা নেওয়ার জন্য শিশুদের মতো ছটফট করতেন। বয়সে বড় হলেও ডাকতেন ‘অসীমাদি’ বলে। ‘আমার আমি’ নামের জীবনী বইটি একবার ভাই ফোঁটায় উপহার দিয়েছিলেন অসীমা দেবীকে। তাছাড়া প্রত্যেক বছর দিতেন শাড়ি।

প্রথমে নাম ছিল অসীমা ভট্টাচার্য। পরে পরিচালক পিনাকী ভূষণ মুখার্জি কে বিবাহ করেন।
তিনি দ্বিতীয় বার বিবাহ করেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায়কে। উত্তম কুমারের সঙ্গে একাধিক ছবিতে তিনি কাজ করেছেন৷ ২০১৭ সালের ২৫ ডিসেম্বর ৭০ বছর বয়সে বার্ধক্যজনিক সমস্যায় তিনি মারা যান৷ কালজয়ী ‘চৌরঙ্গী ‘ সিনেমার ‘বড় একা লাগে এই আঁধারে’ সঙ্গীতপ্রেমীদের মনে আজীবন থেকে যাবে। উল্লেখ্য, গত শনিবারই ‘চৌরঙ্গী ‘ সিনেমার অভিনেত্রী অঞ্জনা ভৌমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ সেই ছবিরও সঙ্গীত পরিচালনা করেছিলেন অসীমাদেবী৷ অভিনেত্রীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই একই মাসে চলে গেলেন দুই কিংবদন্তি৷
অসীমা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার অসীমা মুখার্জির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৬ বছর।
অসীমা মুখার্জি বহু জনপ্রিয় গানের সুরারোপও করেছিলেন।পশ্চিমবঙ্গ সরকার ২০২০ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে।
অসীমা মুখার্জির প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল।আমি অসীমা মুখার্জির আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *