সংরক্ষণ বৈধ করা হল অনগ্রসরদের জন্য, ঐতিহাসিক রায়দান সুপ্রিম কোর্টের

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ সংরক্ষণের আওতায় আর্থিকভাবে অনগ্রসর শ্রেণিকে আনার পক্ষে রায় দিল শীর্ষ আদালত। ১০ শতাংশ সংরক্ষণ করা হবে আর্থিকভাবে পিছিয়ে থাকা জনতার জন্য। জানা গিয়েছে, অসাংবিধানিক তকমা এই পদক্ষেপকে দেওয়া যাবে না। এই রায়ের পরে আর্থিক ভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ সংরক্ষণের সুযোগ পাবেন সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে।
অনগ্রসরদের জন্য সংরক্ষণ থাকলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য সংরক্ষণ থাকবে না কেন? ২০১৯ সালে এই আইন পাশ হয়। এরপরেই সুপ্রিম কোর্টে আর্থিক সংরক্ষণের বিরোধিতা করে মামলা দায়ের করা হয়। এখনও পর্যন্ত প্রায় ৪০টি মামলার শুনানি হয় শীর্ষ আদালতে।
চাকরিতে পদোন্নতি, কোটা, সংরক্ষণ রাখতে বাধ্য নয় রাজ্য। শুক্রবার ঐতিহাসিক এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, রাজ্যকে কোটা বা তার এক্তিয়ার রাখতে বাধ্য করা যায় না। সরকারি চাকরিতে বিশেষ সম্প্রদায় বা জাতির প্রতিনিধিত্ব কম, এই দাবি তুলে রাজ্যকে বলা যায় না সংরক্ষণ চালু করতে। কারণ এগুলো একজন নাগরিকের মৌলিক অধিকার নয়, রায়ে স্পষ্ট করেছে শীর্ষ আদালত। ২০১২ সালে উত্তরাখণ্ড সরকার সে রাজ্যের হাইকোর্টের একটা সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ বৈধ, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *