গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কম, নিম্নমুখী কোভিড গ্রাফ

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ জানা গিয়েছে, রবিবারের পর সোমবারও কমল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। সকলকে দেশের নিম্নমুখী কোভিড গ্রাফ স্বস্তি জোগাচ্ছে।
তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৯৩৭ জন। রবিবারের তুলনায় যা বেশ খানিকটা কম। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার ৫১৬ জন। পাশাপাশি আক্রান্তের সঙ্গে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। বর্তমানে পজিটিভ ১৪ হাজার ৫১৫। রবিবার সংখ্যাটা ছিল ১৪ হাজার ৮৩৯, এমনটাই সূত্রের খবর।
স্বাস্থ্যমন্ত্রকের খবর অনুযায়ী, একদিনে ভারতে প্রাণ হারিয়েছেন ৯ জন করোনায়। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫০৯ জন। এই কঠিন ভাইরাসের সঙ্গে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হারও।
পাশাপাশি, বাংলার করোনা চিত্রও বেশ সন্তোষজনক। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬ জন। টিকাকরণের কর্মসূচি চলছে জোরকদমে। বিশেষজ্ঞরা বারবার সাবধানবাণী দিয়ে চলেছেন। তারা বলছেন ভিড় জায়গায় জমায়েতের ক্ষেত্রে মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *