লিলুয়ায় লাইনচ্যুত ট্রেন , ভোগান্তিতে যাত্রীরা।

24hrstv desk: লিলুয়ায় ট্রেন লাইনচ্যুত, বাতিল হল হাওড়া- ব্যান্ডেল শাখার তিনটি ট্রেন। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল লাইনচ্যুত হয়। লিলুয়া স্টেশনের কাছে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা। শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল ওই ফাঁকা ট্রেনটি।সকাল থেকে প্রায় অনেক ক্ষণ বন্ধ ছিল ওই শাখার ডাউন লাইনের ট্রেন চলাচল।পূর্ব রেল সূত্রে খবর, তিনটি আপ হাওড়া-ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে। ৩৭২২১, ৩৭২২৩ এবং ৩৭২২৫ লোকালগুলি বাতিল হয়েছে। এ ছাড়াও ৩৭২৩৬, ৩৭২৩৮ এবং ৩৭২৪০ ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালও চলবে না মঙ্গলবার।মঙ্গলবার সকাল সকাল ৭টা ৫ মিনিট নাগাদ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল লাইনচ্যুত হয়। শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল ওই ফাঁকা ট্রেনটি।

আপ-ডাউন মিলিয়ে তিন জোড়া হাওড়া-ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে। যাতে আরও সমস্যা বাড়ল নিত্যযাত্রীদের। লিলুয়া স্টেশন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ে ব্যান্ডেল, বর্ধমান লোকাল।রেলের তরফে জানানো হয়েছিল, একটি ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার কাজ চালানো হয়। কী কারণে লোকাল ট্রেনটি লাইনচ্যুত হল, সবিস্তারে তার তদন্ত করে দেখা হবে।’’ সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *