মহুয়া মৈত্রের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ লোকপালের

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের মুখে চাপে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে ইডি আগে থেকেই তদন্ত করছে। এবার যোগ হল আর এক কেন্দ্রীয় এজেন্সি। বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিলেন লোকপাল। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার তুলে দিলেন লোকপাল।

জানা যাচ্ছে, আগামী ৬ মাসের মধ্যে CBI-কে এই মামলায় প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। যদিও মহুয়ার দল তাঁর পাশেই দাঁড়িয়েছে। সাংসদ পদ খোয়ানোর পরও তাঁকে নদিয়া উত্তরের জেলা সভাপতি করা হয়। এমনকী কৃষ্ণনগরে তাঁকে ফের লোকসভার প্রার্থীও করেছে তৃণমূল।

নিশিকান্তর অভিযোগ ছিল, জাতীয় সুরক্ষা বন্ধক রেখে দুর্নীতি করেছেন মহুয়া। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। সেই অভিযোগকে কার্যত মান্যতা দিয়ে লোকপাল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিলেন।

প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধে প্রথম টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন নিশিকান্ত দুবেই। তিনিই তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লেখেন। লোকপালকেও চিঠি লেখেন তিনিই। তাঁর অভিযোগের ভিত্তিতেই মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটিকে তদন্তের নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা। দুবের অভিযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত সাংসদ পদ হারান তৃণমূলের দাপুটে নেত্রী। তৃণমূলের একাংশের আশঙ্কা, আগামী দিনে প্রচারেও অসুবিধার সম্মুখীন হতে পারেন মহুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *