আজ জেলা সফরে মিঠুন চক্রবর্তী

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ পুরুলিয়ায় সভা। সেখানে সফরে মিঠুন চক্রবর্তী বিজেপি কর্মীদের উত্তপ্ত করতে হাজির । সাংগঠনিক বৈঠকও করবেন মিঠুন। সূত্রের খবর , সকালে বার্নপুর থেকে রওনা হয়ে পুরুলিয়া শহরে এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপি নেতা । এরপর রাতে যাবেন বাঁকুড়ায় । সেখানে আগামীকাল মিঠুনের কর্মসূচি রয়েছে । মিঠুন চক্রবর্তীর সঙ্গী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । জনসংযোগ করতে গিয়েছিলেন উত্তরবঙ্গেও। তার ঠিক, দু’মাসের মধ্যে ফের রাজ্যে এলেন মিঠুন। গতকালই এ রাজ্যে এসেছেন মিঠুন চক্রবর্তী। তিনি ৫ দিনে, ৫ জেলায় সাংগঠনিক সভা করবেন । মিঠুন চক্রবর্তীর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মিঠুন চক্রবর্তী কর্মীদের মনোবল বাড়াতে জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন । মিঠুন চক্রবর্তী সফর বুধবার থেকে শুরুর হবে । আজ বুধবার সাংগঠনিক সভা করবেন পুরুলিয়ায়, তারপর আগামীকাল বৃহস্পতিবার বাঁকুড়া , শুক্রবার বিষ্ণুপুর , শনিবার আসানসোলে এবং রবিবার মিঠুন চক্রবর্তী বীরভূমে সভা করবেন। সূত্রের খবর ,মিঠুন চক্রবর্তী সারদার থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছেন । তাঁর আইনজীবীর দাবি, আজ ইডি অফিসে গিয়ে তিনি ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা দেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অভিনেতা মিঠুনের আইনজীবীর দাবি, মঙ্গলবার তিনি সকালে ইডির অফিসে গিয়ে ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা দেন ।

সূত্রের খবর , তাঁর আইনজীবীর জানিয়েছেন ,মিঠুনের সঙ্গে সারদার একটি চ্যানেলে অনুষ্ঠানের জন্য ২ কোটি টাকার চুক্তি হয়েছিল। কিন্তু, সারদার মারফাত থেকে তাঁকে ১ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়। তিনি এই আয়ের উপরই করও দেন । মিঠুনের আইনজীবীর দাবি সেই অংশটা বাদ দিয়ে বাকি টাকা তিনি ফেরত দিয়েছেন । ইডি মিঠুন চক্রবর্তীকে সারদাকাণ্ডে এর আগে দু’বার জিজ্ঞাসাবাদ করে । তখনই মিঠুন টাকা ফেরত দিতে চান। তাঁর আইনজীবী জানান , মিঠুন ইডির কাছে লিখিত ভাবে আবেদনও জানান । ইডি সেই আবেদন মেনে নেয় । এরপর তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অভিনেতা এ দিন সারদার থেকে নেওয়া টাকা ফেরত দেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *