রাজ্যে প্রথম দফার নির্বাচনে ২০০ কোম্পানির বেশি বাহিনী ব্যবহারের সম্ভাবনা

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে নির্বাচন হবে।
কমিশন সূত্রে খবর, বাংলায় প্রথম দফার তিনটি আসনের নির্বাচনের জন্য ২০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হতে পারে। শুধু তাই’ই নয়, জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবেন তিনজন পর্যবেক্ষকও।

পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের প্রাক্কালে এত সংখ্যক আধা সামরিক বাহিনী দেশের আর কোনও রাজ্যে মোতায়েন হচ্ছে না। জম্মু ও কাশ্মীরের জন্য ৬৩৫ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। যা বাংলার থেকে অনেক কম। মাও সমস্যা কবলিত ছত্তীসগড়ের জন্য চাওয়া হয়েছে ৩৬০ কোম্পানি। দেশের মধ্যে সবচেয়ে বেশি লোকসভা আসন রয়েছে উত্তরপ্রদেশে। সেখানে লোকসভার আসন সংখ্যা ৮০। অর্থাৎ বাংলার প্রায় দ্বিগুণ। অথচ সেই উত্তরপ্রদেশের জন্য মাত্র ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে এরাজ্যে। বিভিন্ন জেলায় রুট মার্চও শুরু হয়ে গিয়েছে। নির্বাচনের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসার বিষয়টিও নজিরবিহীন । কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জেলার জেলা প্রশাসনকে এখন থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের স্পর্শকাতর বুথ এবং অতি স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ নিয়েও আঁটোসাঁটো ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *