‘প্রমাণ না হওয়া পর্যন্ত যেন চোর না বলা হয়’, কোর্টে মন্তব্য পার্থের!

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার অর্থাৎ আজ প্রায় এক মাস পর আদালতে তোলা হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । এদিন আলিপুর জজ কোর্টে তোলা হয় পার্থকে। শুনানি পর্বের একেবারে শুরুতেই পার্থের আইনজীবী সেলিম রহমান তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান। তিনি এদিন আদালতে জামিনের পক্ষে সওয়াল করেন । যেভাবে পার্থকে নিয়ে কথা হচ্ছে তা কার্যত মানবাধিকার লঙ্ঘনের সামিল বলেও আদালতে দাবি করা হয়। যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক বলে বিচারক শেখ কামিরউদ্দিনের কাছে আর্জি জানান তিনি। যদিও সে আবেদন খারিজ হয়ে যায়। ১৪ দিনের জেল হেফাজত হয় পার্থর।

এদিন সশরীরে হাজির হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে হাজির করা হয় শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যকে। তাঁদের আদালতে নিয়ে যাওয়ার পর পার্থকে বসানো হয় বেঞ্চে। বাকিদেরকে কাঠগড়ায় তোলা হয়। পার্থকে প্রমাণের আগেই চোর প্রমাণের তাগিদ দেখা যাচ্ছে বলে তাঁর আইনজীবী সওয়াল করেন। সূত্রের খবর ,কোর্টরুমে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘যে কোনও কঠিন শর্তে জামিন চাইছি। আমার মক্কেলের পাসপোর্ট জমা রাখা হোক। তাঁকে মনিটর করা হোক। প্রমাণ হওয়ার আগে তাঁকে যেন চোর না বলা হয়। এটা মানবাধিকারের বিষয়। তাঁকে তো চোর প্রমাণ করা হচ্ছে। তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিন।’

এদিন আদালতে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন। এমনকি মেজাজ হারান তিনি। পার্থকে জিজ্ঞাসা করা হয় ‘আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ উঠছে, সেগুলো কি সত্যি’? সূত্রের খবর, প্রশ্ন শুনেই পার্থ বলেন, ‘চুপ করে থাকুন।’ এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় যতবার পার্থ চট্টোপাধ্যায় আদালতে এসেছেন, বারবারই বলেছেন, তিনি এই ঘটনার কিছুই জানেন না। ষড়যন্ত্রের তত্ত্বও খাড়া করেছেন তিনি। কিন্তু এই প্রথমবার কিছুটা বিরক্তি পার্থর গলায়। যদিও সিবিআই এদিন দাবি করেছে, নিয়োগ দুর্নীতি মামলায় যথেষ্ট প্রমাণ তাঁদের কাছে রয়েছে। সিবিআই মামলার শুনানিপর্ব শেষে ফের শুরু হয়েছে ইডির মামলার শুনানি। সেখানে ভার্চুয়ালি উপস্থিত পার্থ চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *