এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার নয়া দাবিদার অনামিকার !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলর নয়া অংশীদার হলেন অনামিকার। সোমবার ববিতা কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শিলিগুড়ির চাকুরি প্রার্থী অনামিকা রায়ের অভিযোগ , ববিতা সরকারের চাকরি অবৈধ, বাতিল করা হোক ববিতা সরকারের চাকরি । এই মর্মে এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করলেন অনামিকা । বুধবারই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অনামিকার বক্তব্য রাখেন , কেবল চাকরি নয়, পাশাপাশি এত গুলো বেতন বাবদ তিনি যে পরিমাণ টাকা পেয়েছেন, সেটাও ফেরত দিতে হবে।

সূত্রের খবর , তিনি দাবি করেন , কমিশন ভুল করে নম্বর বাড়িয়েছে । নম্বর বিতর্কে অভিযোগ স্বীকার করে আদালতের দ্বারস্থ হয়েছেন ববিতা। অনামিকার দাবি, ‘ফর্ম পূরণের সময় ববিতা লিখেছিলেন তিনি স্নাতক স্তরে ৮০০ র মধ্যে ৪৪০ পেয়েছেন, ববিতা জানিয়েছিলেন, তিনি শতাংশের হিসাবে ৬০ শতাংশ পেয়েছেন ‘। যদিও দেখা যাচ্ছে যে শতাংশের হিসাবে এটি ৬০ শতাংশের কম অনামিকার দাবি, হিসাব অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রের ববিতার প্রাপ্য নম্বর ৩৩ এর পরিবর্তে ৩১ হওয়া উচিত তাঁর মোট নম্বরও ৭৭ এর পরিবর্তে ৭৫ হওয়া উচিত, তাঁর দাবি । তিনি যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হয়েছে,ববিতা সরকার এমনটাই অভিযোগ তুলে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ।

তাঁর করা মামলায় চাকরি যায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তিনি যতদিন চাকরি করেছেন, তার বেতন বাবদ রাজ্য সরকারের কাছ থেকে যত টাকা পেয়েছেন, তাও তাঁকে ফিরিয়ে দিতে হয় ববিতাকে। এবার বিষয়টির মোড় নিয়েছে অন্য। ২ নম্বরের ফারাকের বিষয়টি যখন প্রকাশ্যে এসেছে, তখন এই চাকরির নতুন দাবিদার হিসাবে উঠে এসেছে শিলিগুড়ি অনামিকা। কমিশন ঠিক ভাবে বিষয়টি খতিয়ে দেখলে, চাকরি পাওয়ার কথা তারই। প্রকাশ্যে এসে সেই দাবি তুলেছেন অনামিকা। এবার ববিতা সরকারের চাকরি বাতিলের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনামিকা। বুধবারই আদালতে এই মামলার শুনানি রয়েছে। আগামীকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার নতুন আবেদনপত্র দাখিল করার অনুমতি দিয়েছিলেন ববিতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *