দিল্লির বাংলো খালি করার নির্দেশ

24 Hrs Tv ওয়েব ডেস্ক : প্রিয়াঙ্কা পাত্র : প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয় মন্ত্রক ৷ আইন আদালতের চক্কর কেটেও সুরাহা পেলেন না তিনি ৷ শুক্রবার সূত্রে খবর, প্রাক্তন সাংসদকে বাংলো খালি করতে সরাসরি একটি দলই পাঠিয়ে দিল কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয় মন্ত্রকের ডিওএ ৷ এই দিন সরকারি কর্তৃপক্ষ আসার আগেই বাংলো খালি করা হয়েছে বলি জানান প্রাক্তন সংসদের আইনজীবী ৷ মহুয়া মৈত্রর আইনজীবীরা ডিরেক্টরেট অফ এস্টেটসের হাতে সরকারি বাংলোটি তুলে দিয়েছেন ৷ বাংলোটির অবস্থা খতিয়ে দেখছেন সরকারি আধিকারকিরা ৷

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদ পদ খারিজ হয় ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে। প্রাক্তন সংসদকে ৭ জানুয়ারির মধ্যে বাংলো খালি করতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রাক্তন সংসদ এই নির্দেশে রাজি ছিলেন না। লোকসভা নির্বাচন পর্যন্ত নির্দিষ্ট ভাড়া দিয়ে বাংলোটি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু দীর্ঘদিন ধরে একাধিক আদালতে কড়া নেড়েও কোনো কিছু লাভের লাভ হয়নি।

সাংসদ পদ খারিজ হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে বাংলো ছাড়তে বলেছিল সরকারি ডিরেক্টরেট অফ এস্টেট। কিন্তু তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে। এ বিষয়ে দিল্লি হাই কোর্ট হস্তক্ষেপ করেনি সেসময়। আয়কর থেকে মৌহা মিত্র কে এ বিষয় নিয়ে ডিরেক্টরেট অফ এস্টেটের কাছেই আবেদন করতে বলা হয়। তারি পাশাপাশি প্রাক্তন সংসদের করা মামলাটির তুলে নেয়ার পরামর্শ দেন উচ্চ আদালত। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ডিরেক্টরেট অফ এস্টেটের (DoE) কাছে আবেদন করেন। কিন্তু তাতেও কোন সুফল পানি প্রাক্তন সংসদ মহুয়া মিত্র। পরবর্তীতে বৃহস্পতিবার আবার দিল্লি হাইকোর্টে যান তিনি । কিন্তু তারপরও কোন কাজ হয়নি তাতে। তারপরেই সিদ্ধান্ত নিয়েছেন মহুয়া মিত্র বাংলো খালি করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *