পার্থ জামিনের আবেদন বাতিল

24Hrs Tv ওয়েব ডেস্ক : ২০২২ সালে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন তিনি। আজ তার’ই জামিনের আর্জি খারিজ করল সিবিআইয়ের আইনজীবী।

নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তদন্তকারী’রা তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় অসহযোগিতা করেছেন তিনি। জানা যায়, যারা যোগ্য প্রার্থী নয় তাদেরও নিয়োগে দুর্নীতি করে চাকরি দিত। যদি এই দুর্নীতি নিয়ে কেও প্রশ্ন করতো বা বলতো তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিত। এই পুরো নিয়োগ দুর্নীতির মামলায় নাম উঠে এসেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যারা যোগ্য শিক্ষকপ্রার্থী নয় তাদের শিক্ষক পদ দিলে সমাজ কোথায় যাবে? পার্থ জামিনের বিরোধিতা করে এমন’ই চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের আইনজীবী। দূর থেকেই কলকাঠি নাড়ছেন পার্থ চট্টোপাধ্যায় দাবি সিবিআইয়ের।

২০২২ সালে এসএসসি মামলায় নাম উঠে আসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর’ই নাম উঠে আসে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার। তার বাড়ি থেকেও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, বিপুল পরিমাণের সম্পত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *