ঘোষণা রাজ্য সঙ্গীত

24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : বাংলার পঞ্জিকার প্রথম দিনে পালন করা হয় পয়লা বৈশাখ। ইংরেজি নববর্ষ বলতে ৩১ ডিসেম্বর। তবে, বাঙালিদের বছরে’র প্রথম দিন হল পয়লা বৈশাখ। বর্ষবরণ নামেও পরিচিত। রাজ্য সরকারে’র দাবি, পয়লা বৈশাখ কে বাংলা দিবস হিসাবে মানতে হবে। জাতীয় সঙ্গীত গাওয়ার আগে অবশ্য’ই রাজ্য সঙ্গীত ও গাইতে হবে। রাজ্য সরকার থেকে ঘোষণা রাজ্য সঙ্গীত। অনেকদিন ধরে’ই ঠিক করা হচ্ছিল রাজ্য সঙ্গীত। পরে রবীন্দ্রনাথের লেখা ”বাংলার মাটি, বাংলার জল বাংলার বায়ু, বাংলার ফল পুন্য হোক পুন্য হোক পুন্য হোক হে ভগবান” এই গানটি ঘোষণা করা হল রাজ্য সঙ্গীত হিসেবে। রাজ্য সরকারে’র জারি পয়লা বৈশাখ কে বাংলা দিবস ও নতুন রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হল। এই গানটি গাইতে হবে রাজ্য সরকারে’র সমস্ত অনুষ্ঠানে।

এবার থেকে জাতীয় সঙ্গীত এর পর গাইতে হবে রাজ্য সঙ্গীত। ”জন গণ মন অধিনায়ক জয় হে”-এর পর গাইতে হবে ”বাংলার মাটি বাংলার জল”। এই গানটি গাওয়ার সময় অবশ্যই দাড়িয়ে গাওয়া বাধ্যতামূলক। অনেক দিন আগে থেকে’ই লক্ষ্য ছিল রাজ্য সঙ্গীত গান নির্ধারিত করার জন্য। এরপর’ই নির্ধারিত হল রাজ্য সঙ্গীত ও বাংলা দিবস। ঘোষণা হল রাজ্য সঙ্গীত ”বাংলার মাটি, বাংলার জল”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *