সুপ্রকাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর !

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : এবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেই বিপাকে পড়লেন শুভেন্দু অধিকারী । তিনি রাজ্যের মন্ত্রী পুত্র সুপ্রকাশ গিরিকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন । এর পর ওনার শিক্ষাগত যোগ্যতা পাল্টা প্রশ্ন তুললেন জেলা যুব সভাপতি। এমনকি আইনি ভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দিলেন মন্ত্রীপুত্র তথা যুবনেতা সুপ্রকাশ গিরি । কারামন্ত্রী অখিল গিরি কুমন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে । সেই কুমন্তব্যের প্রতিবাদে রামনগরে প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি। শুভেন্দু অধিকারী এখানে বক্তব্য রাখতে গিয়ে অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশ গিরির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন । এই বক্তব্যের জেরেই জেলার রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে পড়ে । যুবনেতা সুপ্রকাশ গিরি সেই বক্তব্যের পাল্টা মন্তব্য করেন ।

সূত্রের খবর , যুবনেতা বলেন, ‘ আমার বয়স ৪০, শুভেন্দু অধিকারী বয়স ৫২। । আমি স্নাতক পাশ করেছি ২১ বছর বয়সে কিন্তু শুভেন্দু অধিকারী স্নাতক পাস করেছেন ৩৭ বছর বয়সে। ৩৭ বছর বয়সে কি গ্রাজুয়েট হয়? আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস শুভেন্দু অধিকারী থাকে সার্টিফিকেট দেখাক। আমি উনার সামনে সার্টিফিকেট নিয়ে বসতে রাজি আছি। আমি মানহানি মামলা করব। জনগণের কাছে সার্টিফিকেট দেখাব। উনিও সার্টিফিকেট দেখান।’ এছাড়াও তিনি বলেন, ‘আমি যে কলেজে পড়াশোনা করেছি সেই কলেজের নাম শুভেন্দু অধিকারী শুনেছেন বলে মনে হয় না । কলকাতার আশুতোষ কলেজ থেকে শুধু স্নাতকোত্তর নয়, পোস্ট গ্রাজুয়েটে ম্যানেজমেন্ট করেছি। শুভেন্দুবাবু শিক্ষার ক্ষেত্রের জালিয়াতি করেছেন! আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম। শিক্ষাদিক্ষা ওনার মধ্যে নেই আর আসবেও না। ছোটবেলা থেকেই তোলাবাজীতে করেছেন । একজন ব্র্যান্ডেড ডাকাত শুভেন্দু অধিকারী ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *