ঢুকতে বাধা বটদ্রবা থানে ‘রাহুল গাঁধী’

24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বণিক : আজ রাম মন্দির উদ্বোধন। অনেক বছর অপেক্ষার পর আজ তার পরিণতি। রাম মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরদিকে দুপুর ৩ টে থেকে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে সংহতি মিছিল। তার’ই মধ্যে আজ রাহুল গাঁধীর ভারত ন্যায় যাত্রা ধর্নায় বসলো বটদ্রবা থানের সামনে।

বটদ্রবা থানের সামনে ধর্নায় বসলো কংগ্রেসের সাংসদ রাহুল গাঁধী। কংগ্রেসের সাংসদ ধর্নায় বসলো বটদ্রবা থানের সামনে। অসমে রয়েছেন ভারত ন্যায় যাত্রার সাংসদ। তিনি বটদ্রবা ঢুকতে গেলে বাধা দেওয়া হয় তাকে। তিনি বলেন, আমার কি অপরাধ ? আমরা কোনো সমস্যা করতে আসেনি। পুজো দিয়ে চলে যাবো। তিনি আরো জানান, আগে থেকে তিনি আসবেন বলে জানানো ছিল। তার অনুমোদন দিয়েছিল পুলিশও। তবে, কেনো তাদের ঢুকতে দেওয়া হবে না। বটদ্রবা থানের সামনে ধর্নায় বসলেন রাহুল গাঁধী ও তার সমর্থকেরা। কংগ্রেসের সাংসদ বলেন, আজ কি শুধু একজন’ই মন্দিরে ঢুকতে পারবেন? কাকে তিনি বোঝাতে চাইছেন বুঝতে আর বাকি নেই রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *